ঢাকা, রবিবার, ১৫ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২

মাত্র ২৯-এ অবসর! নিকোলাস পুরানের হঠাৎ সিদ্ধান্তে শোক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুন ১০ ০৯:৫৫:৫০
মাত্র ২৯-এ অবসর! নিকোলাস পুরানের হঠাৎ সিদ্ধান্তে শোক

ফর্মের তুঙ্গে থেকেও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্যারিবিয়ান তারকা

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট দুনিয়ায় আবারও বাজল অবসরের ঘণ্টা। তবে এবার ঘোষণা এসেছে এমন একজনের কাছ থেকে, যিনি এখনো খেলছিলেন জীবনের সেরা ফর্মে। মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-ব্যাটার নিকোলাস পুরান। হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক ভক্ত-সমর্থক থেকে শুরু করে গোটা ক্রিকেট বিশ্ব।

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন ঘোষণা

পুরান তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন,

“অনেক ভাবনা ও আত্মবিশ্লেষণের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মেরুন জার্সি গায়ে চাপানো, জাতীয় সংগীতের সময় দাঁড়ানো, ও মাঠে নামার প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে গেঁথে থাকবে।”

তিনি আরও লেখেন,

“যদিও আন্তর্জাতিক অধ্যায় শেষ হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি ভালোবাসা কখনোই কমবে না। আমি এই অঞ্চলের ক্রিকেটের জন্য সবসময় শুভকামনা জানাই।”

ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সম্প্রতি সাদা বলের ক্রিকেটে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা না পাওয়ার পর দলে বড় পরিবর্তনের চেষ্টা চলছে। ঠিক এমন সময় পুরানের মতো অভিজ্ঞ ব্যাটারের অবসর বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

পুরানের ফর্ম বলছে কিছু আর, সিদ্ধান্ত বলছে অন্য কিছু

নিকোলাস পুরান ছিলেন ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের মূল স্তম্ভ।

২০২৩ সালে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১৭০টি ছক্কা হাঁকান

সদ্য সমাপ্ত আইপিএলে ৫০০+ রান করেন

টুর্নামেন্টে মারেন সর্বোচ্চ ৪০টি ছক্কা

এমন পরিসংখ্যানের পর অবসরের ঘোষণা যেন আকাশে বজ্রপাতের মতোই নেমে এসেছে।

টেস্ট না খেললেও সাদা বলেই গড়েছেন নিজস্ব রাজত্ব

নিকোলাস পুরান কখনোই ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেট খেলেননি।

টি-টোয়েন্টি অভিষেক: সেপ্টেম্বর ২০১৬

ওয়ানডে অভিষেক: ফেব্রুয়ারি ২০১৯

২০২৩ বিশ্বকাপে দল না থাকায় তিনি আর ওয়ানডে খেলেননি। এর পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধীরে ধীরে দূরে সরে আসেন।

ফ্র্যাঞ্চাইজি ফোকাসেই পুরানের আগামীর পথচলা

অবসরের ঘোষণার আগে তিনি ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিশ্রামের জন্য। সেই ‘বিশ্রাম’ই এবার রূপ নিল স্থায়ী বিদায়ে। তবে পুরান জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি খেলে যাবেন।

কেন এই সিদ্ধান্ত?

বিশ্লেষকদের মতে,

ব্যস্ত আন্তর্জাতিক সূচি

ফ্র্যাঞ্চাইজি লিগের আর্থিক প্রণোদনা

শরীর ও মানসিক চাপ

এই সবকিছু মিলিয়ে পুরান বেছে নিয়েছেন সীমিত পথচলা, যেখানে আন্তর্জাতিক নয়, শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই থাকবে মূল ফোকাসে।

“আমি দলের অধিনায়ক হতে পেরেছিলাম—এটা ছিল সম্মান। সেই দায়িত্ব আমি সবসময় হৃদয়ে ধারণ করবো।”

নিকোলাস পুরানের আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো ২৯ বছরেই থেমে গেছে, কিন্তু তার ব্যাট থেকে আরও বহু ছক্কার ঝড় উঠবে বিশ্বজুড়ে। তার নামের পাশে লেখা থাকবে—ফর্মের তুঙ্গে থেকেও যিনি নিজে থেকেই সরে দাঁড়াতে জানতেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চলতি সপ্তাহে ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে ৩ কোম্পানি

চলতি সপ্তাহে ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি—জনতা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড সিরামিকস—চলতি সপ্তাহে বোর্ড সভার মাধ্যমে ২০২৪ হিসাব বছরের ডিভিডেন্ড... বিস্তারিত