ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

শুধু ২০ রান! ইতিহাসের দোরগোড়ায় মুশফিক-শান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুন ১৮ ১০:১২:৫৬
শুধু ২০ রান! ইতিহাসের দোরগোড়ায় মুশফিক-শান্ত

নিজস্ব প্রতিবেদক: গল টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে যেন বাংলাদেশের ড্রেসিংরুমে রোদ ঝলমলে হাসির হাওয়া। একসময় যেখানে স্কোরবোর্ডে লেখা ছিল ৪৫ রানে ৩ উইকেট, সেখানে দিন শেষে লেখা হলো ২৯২/৩! আর এই অসাধ্য সাধনের নায়ক—মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

শুধু বিপদ সামাল দেননি, বরং গড়েছেন এক অনন্য জুটি। দুজন মিলে গড়েছেন ২৪৭ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ, যা ইতোমধ্যেই হয়ে গেছে বাংলাদেশের চতুর্থ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি। আর তাই এখন অপেক্ষা মাত্র ২০ রানের—সেই ২০ রান যেটি পার হলেই জুটিটি হয়ে যাবে দেশের ইতিহাসের সেরা চতুর্থ উইকেট জুটি।

রেকর্ডটা খুব দূরের কিছু নয়। ২০১৮ সালে মুশফিকই মুমিনুল হককে নিয়ে করেছিলেন ২৬৬ রানের জুটি। এবার তারই ব্যাটে আবার সেই রেকর্ড ভাঙার সুযোগ, এবার সঙ্গী শান্ত।

শুধু চতুর্থ উইকেটের রেকর্ড নয়, শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ডও হাতছানি দিচ্ছে। গলে ২০১৩ সালে আশরাফুলের সঙ্গে ২৬৭ রানের জুটি গড়েছিলেন মুশফিক। সেটি ছুঁতেও বাকি মাত্র ২০ রান!

সবচেয়ে বড় স্বপ্নটা একটু দূরে—আরও ১১৩ রান যোগ করতে পারলে এই জুটি পৌঁছাবে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ জুটিতে। ২০১৭ সালে ওয়েলিংটনে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের গড়া ৩৫৯ রানের মহাকাব্যিক সেই ইনিংসকে টপকে যাওয়ার পথও যেন খোলা।

প্রথম দিনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এসেছে বাংলাদেশের প্রথম দুই সেঞ্চুরি—শান্ত শতক পেয়েছেন একটু আগেই, আর শেষ বিকেলের আলোতে নিজের ১২তম টেস্ট সেঞ্চুরির আনন্দে ভেসেছেন মুশফিক।

এখন অপেক্ষা গলে এক নতুন সকাল, আর সেই সকালের সঙ্গে হয়তো উঠে আসবে নতুন ইতিহাসের সূর্য। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা চুপচাপ গুনছেন—আর মাত্র ২০ রান!

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ