ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

প্রথম টেস্টেই ইতিহাস গড়লেন প্রেটোরিয়াস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুন ২৮ ২৩:৪৫:২৫
প্রথম টেস্টেই ইতিহাস গড়লেন প্রেটোরিয়াস

অভিষেকে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস, ভাঙলেন ৬১ বছরের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন এক তারকার আবির্ভাব। মাত্র ১৯ বছর বয়সে নিজের প্রথম টেস্টেই ইতিহাস গড়লেন লুয়ান-দ্রে প্রেটোরিয়াস। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টে খেলতে নেমে তিনি করলেন ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস—আর তাতেই ভাঙলেন ৬১ বছরের পুরোনো রেকর্ড।

এর আগে অভিষেকে সর্বোচ্চ ১৫০ রানের রেকর্ড ছিল পাকিস্তানের মাসরুর হাসানের নামে, ১৯৬৩ সালে। ছয় দশকের সেই রেকর্ড এবার ভেঙে ফেললেন প্রেটোরিয়াস, যিনি এখন পুরুষদের টেস্ট ইতিহাসে অভিষেকে সর্বকনিষ্ঠ ১৫০ রান করা ব্যাটার।

টপ অর্ডারের বিপর্যয়ে এলেন, ঝড় তুললেন

প্রোটিয়ারা যখন ব্যাট করতে নামে, তখন একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। মাত্র ২৩ রানে হারিয়ে বসে ৩ উইকেট। এমন পরিস্থিতিতে নামেন প্রেটোরিয়াস। তরুণ এই ডানহাতি ব্যাটার শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকেন। শুরুতে কিছুটা ভাগ্য সহায় ছিল বটে—৪ বার জীবন পেয়েছেন তিনি—তবে সুযোগ কাজে লাগিয়ে ইনিংসটি গড়েছেন দুর্দান্তভাবে।

তার ব্যাটিংয়ে ছিল ছয়, চার আর স্ট্রোকের ছড়াছড়ি। প্রথম ১৬ বলে ১৭ রান করার পর ইনিংসের গতি এক মুহূর্তের জন্যও থেমে যায়নি। ১১২ বলে পূর্ণ করেন সেঞ্চুরি, এরপর ছুঁয়ে ফেলেন ১৫০।

সঙ্গী ছিলেন আরেক অভিষিক্ত ব্রেভিস ও বস

প্রেটোরিয়াসের ইনিংসের অন্যতম সৌন্দর্য ছিল তার দুটি জুটি—একটি ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে, যিনি মাত্র ৪১ বলে ৫১ রান করেন। এই দুজনের ৯৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা।

এরপর সপ্তম উইকেটে করবিন বসের সঙ্গে ১০৮ রানের আরও এক মূল্যবান জুটি গড়েন প্রেটোরিয়াস। বসও অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে মাঠ ছাড়েন (১০০*, অপরাজিত)।

অভিষেকে ইতিহাসের পাতায় নাম লিখে ফেললেন

৪টি জীবন পাওয়া সত্ত্বেও প্রেটোরিয়াস যেভাবে ইনিংস গড়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। একদিকে যখন অভিষেকের চাপ, অন্যদিকে দল ব্যাটিং বিপর্যয়ে—সেই অবস্থায় এই ইনিংস ভবিষ্যতের জন্য আশার আলো দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে।

তার এই ইনিংস প্রমাণ করে দিল, ভবিষ্যতের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে এক নির্ভরতার নাম হয়ে উঠতে পারেন প্রেটোরিয়াস।

স্কোর সংক্ষেপ:

দক্ষিণ আফ্রিকা – প্রথম ইনিংস: ৪১৮/৯ (প্রেটোরিয়াস ১৫৩, করবিন বস ১০০*, ব্রেভিস ৫১)

জিম্বাবুয়ে – এখনও ব্যাটিংয়ে নামেনি

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

তিন কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা

তিন কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি সম্প্রতি ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দিয়েছে। এর মধ্যে শুধুমাত্র গ্রামীণফোন শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ১১০ শতাংশ... বিস্তারিত