ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

Zakaria Islam

Senior Reporter

লিওনেল মেসির জন্য বার্সা প্রস্তুত, ফিরতে পারেন জানুয়ারিতেই

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০৬ ১২:২২:৪০
লিওনেল মেসির জন্য বার্সা প্রস্তুত, ফিরতে পারেন জানুয়ারিতেই

নিজস্ব প্রতিবেদক: "শান্তির বিনিময়ে তুমি হারিয়েছ তোমার শক্তি, আর বিজয়ই তোমাকে পরাজিত করেছে"—এই কথাগুলো বলেছিল ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর ভিলেন বেইন, ক্লান্ত ব্যাটম্যানকে হারিয়ে দেওয়ার আগে। এই দৃশ্যটি যেন বর্তমান সময়ের লিওনেল মেসির প্রতিচ্ছবি। শান্তিতে আছেন বটে, কিন্তু সেই শান্তিই তাকে ধীরে ধীরে নিচে নামিয়ে আনছে। ইন্টার মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ৪-০ ব্যবধানে পরাজয় তারই প্রমাণ।

৩৮ বছর বয়সেও মেসি তাঁর অসাধারণ প্রতিভার ঝলক দেখিয়েছেন। দুর্দান্ত এক ফার্স্ট-টাইম পাসে সুয়ারেজকে গোলের সামনে দাঁড় করালেও তা কাজে লাগেনি। মাঠে তাঁকে একা মনে হচ্ছিল—যুদ্ধে নামা এক যোদ্ধা, যার হাতে এখন আর যথেষ্ট অস্ত্র নেই।

শান্তি না, দরকার প্রতিযোগিতা

মেসি ডি স্পোর্টসকে বলেছেন, “আমরা আমাদের সেরাটা দিয়েছি। ওরা দুর্দান্ত দল, আমরা ভালো ইম্প্রেশন রেখেছি।” কিন্তু প্রশ্ন হলো, "ভালো ইম্প্রেশন" রাখাই কি এখন মেসির লক্ষ্য? যদি লক্ষ্য হয় ২০২৬ বিশ্বকাপে আবারো আর্জেন্টিনাকে নেতৃত্ব দেয়া, তাহলে ইন্টার মায়ামির মতো কম প্রতিযোগিতামূলক লীগে থাকা বোধহয় সবচেয়ে খারাপ সিদ্ধান্ত হবে।

সম্প্রতি এসপিএন আর্জেন্টিনার সাংবাদিক এস্তেবান এডুল দাবি করেছেন, মেসি নতুন চ্যালেঞ্জ খুঁজছেন। তার ইন্টার মায়ামির চুক্তি ডিসেম্বরেই শেষ হচ্ছে এবং এরপর ইউরোপে ফেরার চিন্তা করছেন তিনি। যদিও স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগুয়ের মতে, “মেসিও জানেন না ভবিষ্যতে কী করবেন।” আপাতত ‘দিন দিন করে সামনে এগোচ্ছেন’ বলেই জানিয়েছেন তিনি।

মেসি কি প্রস্তুত ‘বাস্তব ফুটবল’-এ ফেরার?

মিয়ামির পিএসজির বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স মেসির সাবেক সতীর্থ ইব্রাহিমোভিচ পর্যন্ত সহ্য করতে পারেননি। তিনি বলেছিলেন, “এটা সেই মেসি না, যাকে আমি চিনি। ও যেন পাথরখণ্ডের সঙ্গে খেলছে। ওর পাশে কেউ নেই, যে বুঝে বল ছাড়বে। এমন দলে থাকলে মেসি যতটা দিতে পারে, ততটা সে কখনোই দিতে পারবে না।”

এ কথা অস্বীকার করার উপায় নেই যে, ইন্টার মায়ামির বর্তমান দল ইউরোপিয়ান জায়ান্টদের সঙ্গে পাল্লা দিতে পারে না। ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে দারুণ পারফর্ম করলেও, নকআউট রাউন্ডে পিএসজির কাছে অসহায় আত্মসমর্পণ এই বাস্তবতাকেই সামনে এনেছে।

বার্সায় ফেরা—যা বদলে দিতে পারে সবকিছু

এমন পরিস্থিতিতে বার্সেলোনায় মেসির সম্ভাব্য প্রত্যাবর্তনের গুঞ্জন যেন নতুন আশার সঞ্চার করছে। স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা চান মেসিকে ৬ মাসের চুক্তিতে ফিরিয়ে আনতে—২০২৫ জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে। এটি কেবল একটি ‘রোম্যান্টিক রিটার্ন’ নয়, বরং কৌশলগত সিদ্ধান্ত হতে পারে।

বার্সেলোনার নতুন কোচ হ্যানসি ফ্লিক ইতিমধ্যেই তরুণদের নিয়ে দুর্দান্ত আক্রমণভাগ গড়ে তুলেছেন। লামিন ইয়ামাল, রাফিনহা, ফেরমিন লোপেজদের সঙ্গে অভিজ্ঞ মেসি যদি যুক্ত হন, তাহলে মেসির জন্য ‘লাস্ট ডান্স’ হবার পাশাপাশি তরুণদের জন্য হয়ে উঠবেন এক জীবন্ত কিংবদন্তি ও পরামর্শক।

বার্সায় ফিরলে মেসির কাঁধে সব দায়িত্ব থাকবে না। বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলানো হবে তাঁকে, বাকিগুলোতে বিশ্রাম। এই ব্যবস্থাপনা তাঁর জন্য সেরা হতে পারে—বিশেষ করে যদি তিনি ২০২৬ বিশ্বকাপে পূর্ণ ফর্মে থাকতে চান।

অপূর্ণ বিদায়, অসমাপ্ত অধ্যায়

২০২১ সালে আর্থিক সমস্যার কারণে বার্সা মেসিকে বিদায় জানাতে বাধ্য হয়। বিদায়ের সেই ক্ষত এখনো মেসি এবং ক্লাব, দু’জনের মধ্যেই রয়ে গেছে। তিনি নিজেও বলেছিলেন, “আমার লক্ষ্য ছিল বার্সায় ফিরেই অবসর নেওয়া। কিন্তু সেটা সম্ভব হয়নি।” এখন বার্সা কিছুটা আর্থিক স্থিতিশীলতা ফিরে পেয়েছে। যদি এবার ফিরে আসেন, তবে সেটাই হতে পারে একটি মহাকাব্যের শেষ পরিচ্ছেদ।

আর্জেন্টিনার স্বপ্ন রক্ষা করতে হলে…

২০২৬ সালের বিশ্বকাপে মেসিকে দরকার পূর্ণ শক্তির, গতি ও অভিজ্ঞতায় ভরপুর রূপে। মায়ামির ধীর গতির খেলায় তিনি সেই ধার ফিরে পাবেন না। কিন্তু বার্সায় ছয় মাস খেলার অভিজ্ঞতা তাঁকে ফিরিয়ে দিতে পারে পুরনো ধার। এমনকি যদি তাঁর অবসর কাছাকাছিও চলে আসে, তারপরও বিশ্বকাপের আগে একটি ‘মেসিময়’ ছন্দ আর্জেন্টিনাকে ফের ফেভারিট বানিয়ে তুলবে।

এক সময় যেমন রোনালদিনহোর পাশে তরুণ মেসি নিজেকে খুঁজে পেয়েছিলেন, তেমনি এবার লামিন ইয়ামালের পাশে থাকবেন অভিভাবক হয়ে—নতুন প্রজন্মকে পথ দেখাতে। এটি কেবল বার্সা বা মেসির জন্যই নয়, ফুটবল ইতিহাসের জন্যও এক স্বর্ণালী সমাপ্তি হতে পারে।

মেসি হয়তো আর আগের মতো প্রতি ম্যাচে জাদু দেখাতে পারবেন না, কিন্তু সঠিক পরিবেশে—বিশ্বমানের খেলোয়াড়দের সঙ্গে, সঠিক ব্যবস্থাপনায়—তিনি এখনো ‘সিংহের মতো গর্জন’ দিতে পারেন। সেই পরিবেশটা ইন্টার মায়ামি নয়, সেটা বার্সেলোনা। এখন শুধু দরকার, একটি সিদ্ধান্ত—একটি ‘লাস্ট ডান্স’।

জাকারিয়া ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ