ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

আরএন স্পিনিং ও সামিন ফুড মাজার্জার নিয়ে বিএসইসির তদন্ত

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০৮ ২২:২৬:২৯
আরএন স্পিনিং ও সামিন ফুড মাজার্জার নিয়ে বিএসইসির তদন্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলস লিমিটেড এবং অ-তালিকাভুক্ত সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়া পর্যালোচনায় নিয়েছে। প্রক্রিয়াটি বিনিয়োগকারীদের স্বার্থ, বাজারের স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বিবেচনায় তদন্তের আওতায় আনা হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, একীভূতকরণ সম্পর্কিত নথিপত্র যাচাইয়ের জন্য একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি উভয় প্রতিষ্ঠানের ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালের আর্থিক, আইনগত এবং কর্পোরেট রেকর্ড পর্যালোচনা করবে।

কমিটির কাছে চাওয়া হয়েছে—বোর্ড সভা ও বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, একীভূতকরণের নিরীক্ষা প্রতিবেদন, স্বাধীন স্ক্রুটিনাইজারের প্রতিবেদন, হাইকোর্টের অনুমোদন আদেশ, শেয়ার মূল্যায়ন রিপোর্ট, বিএসইসি ও ডিএসই কর্তৃক ইস্যুকৃত সংশ্লিষ্ট চিঠিপত্র, পরিচালনা পর্ষদের তালিকা এবং শেয়ারহোল্ডিং কাঠামোর ত্রৈমাসিক আপডেট।

এছাড়া, তদন্তের অংশ হিসেবে কমিশন আরএন স্পিনিং-এর ‘গোয়িং কনসার্ন’ হিসেবে টিকে থাকার সক্ষমতা সম্পর্কে নিরীক্ষকদের পর্যবেক্ষণ জানতে চেয়েছে। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে প্রাপ্ত নিরীক্ষকের যেসব প্রতিকূল মতামত রয়েছে, সেগুলোর বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

একই সঙ্গে বীমা দাবির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে—যেমন মোট দাবি, আদায়ের বর্তমান অবস্থা, অনাদায়ী পাওনা এবং ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ। পাশাপাশি, একীভূতকরণ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত পাওনাদারদের অনাপত্তিপত্র (NOC) এবং সংশ্লিষ্ট সিস্টার কনসার্নগুলোর তালিকাও তলব করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরএন স্পিনিং-এর উৎপাদন বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে লোকসানে পড়ায়, ব্যবসা পুনর্গঠনের অংশ হিসেবে সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়। প্রস্তাব অনুযায়ী, গাজীপুরে সামিনের উৎপাদন সুবিধা ব্যবহার করে কার্যক্রম পুনরায় চালু করার পরিকল্পনা নেয়া হয়।

২০২৩ সালের অক্টোবরে বিএসইসি একীভূতকরণের অনুমোদন দিলে, ২০২৪ সালে হাইকোর্ট থেকে আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যায়। চূড়ান্ত চুক্তি অনুযায়ী, আরএন স্পিনিং-এর শেয়ারহোল্ডাররা ১:৫.৫৯ অনুপাতে নতুন শেয়ার পায়, অন্যদিকে সামিন ফুডের শেয়ারহোল্ডারদের জন্য নির্ধারিত অনুপাত ছিল ১:১।

বর্তমানে বিএসইসি প্রক্রিয়াটির প্রতিটি ধাপ যাচাই করে দেখছে, যেন একীভূতকরণটি বিদ্যমান আইন, নিয়ন্ত্রক নির্দেশনা এবং বাজার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং বিনিয়োগকারীদের স্বার্থে কোনো ঝুঁকি তৈরি না হয়।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ