ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস: লড়াকু টার্গেট দিল ডাচরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ৩০ ১৯:৪২:১৮
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস: লড়াকু টার্গেট দিল ডাচরা

নিজস্ব প্রতিবেদক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছেন পেসার তাসকিন আহমেদ। তার দুর্দান্ত বোলিংয়ে ২০ ওভারে নেদারল্যান্ডস থেমেছে মাত্র ১৩৬ রানেই।

নেদারল্যান্ডসের ব্যাটিং চিত্র

ডাচদের হয়ে শুরুটা ভালোই করেছিলেন ওপেনার ম্যাক্স ও’ডাউড। তিনি ১৫ বলে ২৩ রান করে তাসকিনের শিকার হন। অপর ওপেনার বিক্রমজিৎ সিংও বড় কিছু করতে পারেননি, করেছেন মাত্র ৪ রান।

মাঝে তেজা নিদামানুরু (২৬ বলে ২৬) ও স্কট এডওয়ার্ডস (৭ বলে ১২) কিছুটা লড়াই করলেও ইনিংস বড় করতে পারেননি। এছাড়া শারিজ আহমেদ (১৫), নোয়া ক্রোয়েস (১১) এবং কাইল ক্লেইন (৯) ছোট ছোট ইনিংস খেলে ফিরে যান।

শেষ দিকে টিম প্রিঙ্গল (১৬*) ও আরিয়ান দত্ত (১৩*) দ্রুত কিছু রান যোগ করে দলকে ১৩৬-এ পৌঁছে দেন।

নেদারল্যান্ডসের চূড়ান্ত সংগ্রহ: ১৩৬/৭ (২০ ওভার)

বাংলাদেশের বোলারদের সাফল্য

তাসকিন আহমেদ: ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

সাইফ হাসান: পার্ট-টাইম বোলিংয়েও বাজিমাত, ২ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট।

মুস্তাফিজুর রহমান: তার স্বভাবসুলভ কিপটেমি বোলিংয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট।

শরিফুল ইসলাম ও শেখ মেহেদী উইকেট না পেলেও চাপ ধরে রাখেন।

ম্যাচ পরিস্থিতি

নেদারল্যান্ডসের ব্যাটাররা বারবার শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি সফরকারীরা।

এখন বাংলাদেশের সামনে লক্ষ্য ১৩৭ রান। সিলেটের ব্যাটিং উপযোগী উইকেটে এই রান তাড়া করা টাইগার ব্যাটারদের জন্য খুব একটা কঠিন হওয়ার কথা নয়। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে শুরুটা কতটা ভালো হয়, সেটিই নির্ধারণ করবে ম্যাচের গতি।

সম্প্রচার

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে দেখা যাচ্ছে ট্যাপম্যাড-এ, ভারতের দর্শকদের জন্য ফ্যানকোড এবং বিশ্বের অন্যান্য প্রান্তে টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে।

এখন নজর বাংলাদেশের ব্যাটিং লাইনআপে—লক্ষ্য ১৩৭ রানের সহজ কিন্তু সতর্ক তাড়া।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ