ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, আমিরাত-আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ০১ ০৯:২০:৩৮
আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, আমিরাত-আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক: আজ মাঠে গড়াচ্ছে একাধিক উত্তেজনাপূর্ণ ম্যাচ। ক্রিকেট, হকি কিংবা টেনিস—সব ক্ষেত্রেই থাকছে চোখ রাখার মতো লড়াই। বাংলাদেশ দল নামছে গুরুত্বপূর্ণ ম্যাচে, সঙ্গে থাকছে এশিয়া কাপ হকির রোমাঞ্চ আর ইউএস ওপেন টেনিসের জমজমাট প্রতিযোগিতা। দর্শকরা বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি উপভোগ করতে পারবেন এসব খেলা। নিচে সময়সূচি ও সম্প্রচার মাধ্যম এক নজরে তুলে ধরা হলো—

আজকের সরাসরি খেলাধুলার সূচি

প্রতিযোগিতা/টুর্নামেন্টমুখোমুখি দল/পর্যায়সময়সম্প্রচার মাধ্যম
২য় টি-টোয়েন্টি বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সন্ধ্যা ৬টা টি স্পোর্টস, নাগরিক
ত্রিদেশীয় টি-টোয়েন্টি আমিরাত বনাম আফগানিস্তান রাত ৯টা টি স্পোর্টস, এ স্পোর্টস
সিপিএল ত্রিনবাগো বনাম সেন্ট কিটস রাত ৯টা স্টার স্পোর্টস সিলেক্ট ২
এশিয়া কাপ হকি বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া বেলা ২টা সনি স্পোর্টস ১
এশিয়া কাপ হকি মালয়েশিয়া বনাম তাইপে বিকেল ৪টা সনি স্পোর্টস ১
এশিয়া কাপ হকি চীন বনাম জাপান সন্ধ্যা ৬টা সনি স্পোর্টস ১
এশিয়া কাপ হকি ভারত বনাম কাজাখস্তান রাত ৮টা সনি স্পোর্টস ১
ইউএস ওপেন টেনিস ৪র্থ রাউন্ড রাত ৯টা স্টার স্পোর্টস ১, ২, সিলেক্ট ১

আজকের দিনজুড়ে ক্রিকেটপ্রেমীরা যেমন দারুণ লড়াই দেখতে পাবেন, ঠিক তেমনি হকি ও টেনিসপ্রেমীদের জন্যও থাকছে সমান বিনোদন। বাংলাদেশের দুটি বড় ম্যাচ থাকায় দর্শকদের আগ্রহও থাকবে সর্বোচ্চ পর্যায়ে।

জামিরুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ