ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

শ্রেয়াস আইয়ারকে আইসিইউ থেকে বের করা হয়েছে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ২৮ ১৫:৫৬:১৭
শ্রেয়াস আইয়ারকে আইসিইউ থেকে বের করা হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় মারাত্মক আঘাতের শিকার ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে অবশেষে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (ICU) থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাঁজরের বাঁদিকে আঘাত এবং গুরুতর অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছিল। তাকে সিডনির একটি হাসপাতালে দু’দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছে।

তবে বর্তমানে শ্রেয়াসের অবস্থার উন্নতি ঘটায় তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। তার এই স্থিতিশীলতার খবর সতীর্থ এবং কোটি কোটি ভক্তদের মধ্যে বড় স্বস্তি এনে দিয়েছে। যদিও সম্পূর্ণভাবে ফিট হয়ে মাঠে ফিরতে তার আরও কিছুদিন সময় লাগবে।

সূর্যকুমার যাদবের পক্ষ থেকে স্বাস্থ্য আপডেট

তার সতীর্থ ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব আইয়ারের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত করেছেন। সূর্যকুমার জানান, আঘাতের খবর পাওয়ার পরই তারা আইয়ারের সঙ্গে যোগাযোগ করেন এবং পরে দলের ফিজিও কমলেশ জেইনের সাথেও কথা বলে জানতে পারেন যে, তার অবস্থা এখন সম্পূর্ণ স্থিতিশীল।

অধিনায়ক আরও নিশ্চিত করেছেন যে, তারকা এই ক্রিকেটার এখন বেশ ভালো আছেন এবং নিয়মিত মেসেজের জবাব দিচ্ছেন। আইসিইউ থেকে সরানোই প্রমাণ করে যে তিনি বর্তমানে বিপদমুক্ত ও স্থিতিশীল আছেন।

সূর্যকুমার আরও যোগ করেন, মাঠের বাইরে থেকে আঘাতটি প্রথমে সামান্য মনে হলেও ড্রেসিংরুমে ফিরতেই বিষয়টি গুরুতর হয়ে ওঠে। সাথে সাথেই দলের চিকিৎসক ও ফিজিও তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

বিরল প্রতিভা, বিরল চোট

এমন গুরুতর পরিস্থিতির মধ্যেও সূর্যকুমার যাদব সতীর্থ আইয়ারকে নিয়ে কিছুটা রসবোধ করেন। তিনি বলেন, ‘চিকিৎসক এবং ফিজিওর দল জানাচ্ছে যে এই ধরনের ইনজুরি অত্যন্ত দুর্লভ এবং দুর্ভাগ্যজনক। তবে শ্রেয়াসের মতো একজন দুর্লভ প্রতিভার ক্ষেত্রে এমন বিরল ঘটনা ঘটতেই পারে।’

তবে তিনি আত্মবিশ্বাসী যে সৃষ্টিকর্তার কৃপায় আইয়ার দ্রুত সুস্থতার পথে আছেন। সূর্যকুমার এও জানান যে বিসিসিআই তাকে সব ধরনের সমর্থন দিচ্ছে এবং দল চায় সুস্থ হয়ে আইয়ার যেন তাদের সঙ্গেই দেশে ফিরতে পারেন।

সিরিজের প্রেক্ষাপট

উল্লেখ্য, আইয়ার যে ম্যাচে আঘাত পান, সেই তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত স্বাগতিক অস্ট্রেলিয়ার দেওয়া ২৩৭ রানের লক্ষ্য তাড়া করে নয় উইকেট হাতে রেখে সহজেই জয় নিশ্চিত করে। আইয়ারের অনুপস্থিতিতে ভারত আগামীকাল বুধবার (২৯ অক্টোবর) ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচনা করতে যাচ্ছে। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ