ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

'এ' থেকে 'জেড' ক্যাটাগরিতে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ২৯ ১২:১৪:০২
'এ' থেকে 'জেড' ক্যাটাগরিতে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি

শেয়ারবাজারের সিমেন্ট খাতের কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস পিএলসি-এর ক্যাটাগরি অবনতি ঘটেছে। তালিকাভুক্ত এই কোম্পানিটিকে এখন ‘এ’ ক্যাটাগরি থেকে সরাসরি ‘জেড’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কোম্পানিটির এই ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএসইসি-এর নিয়ম হলো— কোনো তালিকাভুক্ত প্রতিষ্ঠান যদি টানা দুই বছর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে না পারে, তবে সেটিকে নিম্নমানের ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়। মেঘনা সিমেন্ট মিলস পিএলসি পরপর দুই বছর লভ্যাংশ দিতে না পারায় সেই বিধিনিষেধের আওতায় আনা হয়েছে।

আজ বুধবার থেকে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন ‘জেড’ ক্যাটাগরিতে সম্পন্ন হবে।

এদিকে, ক্যাটাগরি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ডিএসই কোম্পানিটির শেয়ারে ঋণ সুবিধা (মার্জিন ঋণ) প্রদান সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। বুধবার থেকেই এই আদেশ কার্যকর হবে। ফলে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংকগুলো মেঘনা সিমেন্টের শেয়ারে কোনো ধরনের ঋণ সুবিধা দিতে পারবে না।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ