ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

কিডনি কেন অকেজো হয়? আসল কারণ খুঁজে পেলেন গবেষকরা

স্বাস্থ্য ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ০৭ ১২:৪৭:৩৮
কিডনি কেন অকেজো হয়? আসল কারণ খুঁজে পেলেন গবেষকরা

কিডনি কেন অকেজো হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এক যুগান্তকারী আবিষ্কারের দাবি করলেন গবেষকরা। হার্ভার্ড মেডিকেল স্কুল এবং ইউনিভার্সিটি অফ ইউটার এক যৌথ গবেষণায় জানা গেছে, কিডনির স্বাস্থ্য নষ্ট করার নেপথ্যে প্রধান চালক হিসেবে কাজ করে এক বিশেষ চর্বিজাতীয় পদার্থ, যার নাম ‘সেরামাইড’ (Ceramide)। গবেষকরা বলছেন, রক্তে এর মাত্রা বাড়লে এটি সরাসরি অঙ্গটির ওপর আধিপত্য বিস্তার করে এবং মারাত্মকভাবে আঘাত হানে।

কোষের শক্তিঘরে সরাসরি আঘাত

গবেষকদের মতে, সবার শরীরেই অল্প পরিমাণে সেরামাইড থাকে। তবে বাইরের খাবার, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাদ্য বা জাঙ্কফুড বেশি গ্রহণের ফলে এই স্নেহপদার্থের মাত্রা রক্তে লাগামহীনভাবে বেড়ে যায়। অতিরিক্ত সেরামাইড তখন আমাদের শরীরের প্রতিটি কোষের 'শক্তি উৎপাদন কেন্দ্র' মাইটোকনড্রিয়াকে আক্রমণ শানায়।

মাইটোকনড্রিয়া হলো কোষের জীবনীশক্তি (এটিপি) তৈরির ঘর। এর পাশাপাশি কোষের জন্ম-মৃত্যু নিয়ন্ত্রণ, ক্যালশিয়াম সঞ্চয় এবং সংকেত আদান-প্রদানে এর বড় ভূমিকা রয়েছে। সেরামাইড এই মাইটোকনড্রিয়াকে ছিন্নভিন্ন করে দেয়, যার ফলে কোষের শক্তি তৈরির প্রক্রিয়াটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। শক্তিহীন হয়ে পড়লে কোষ তার সুরক্ষাকবচ হারায়। এই সুযোগে সেরামাইড কিডনির সুস্থ কোষগুলোকে একে একে ধ্বংস করতে থাকে।

কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকলে প্রথমে ‘অ্যাকিউট কিডনি ইনজুরি’ বা একেআই দেখা দেয়, যা পরে ধীরে ধীরে কিডনি বিকল হওয়ার দিকে নিয়ে যায়। গবেষকরা আরও জানিয়েছেন, সেরামাইডের আধিক্য ঘটলে কিডনির সব মাইটোকনড্রিয়া কোষকে নষ্ট করে দিতে পারে, যার ফলে কিডনির সুস্থ কোষগুলো অকেজো হয়ে পড়তে বাধ্য হয়।

ইঁদুরের ওপর সফল পরীক্ষা ও আশার আলো

এই তত্ত্বের সত্যতা যাচাই করতে বিজ্ঞানীরা ইঁদুরের ওপর পরীক্ষা করেন। পর্যবেক্ষণে দেখা গেছে, ইঁদুরের শরীরে সেরামাইডের মাত্রা বেশি থাকলেই কিডনি ফেলিওরের লক্ষণ দেখা দিচ্ছে। আবার সেই মাত্রা নিয়ন্ত্রণে আনতে পারলেই কিডনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তাই গবেষকরা জোরালো দাবি করেছেন, সেরামাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করাই কিডনি রোগের ঝুঁকি পুরোপুরি কমানোর মূল চাবিকাঠি।

বিপ্লব ঘটাতে পারে ‘সেরামাইড কন্ট্রোল থেরাপি’

বর্তমানে গবেষকরা সেরামাইড নিয়ন্ত্রণের বিশেষ পথ খুঁজছেন। বিশেষ ওষুধ বা ইনজেকশনের মাধ্যমে কীভাবে এর মাত্রা নিয়ন্ত্রণে আনা যায়, তা নিয়ে কাজ চলছে। মানুষের ওপর পরীক্ষামূলকভাবে ‘সেরামাইড কন্ট্রোল থেরাপি’ প্রয়োগ করে দেখা হচ্ছে সেটি কতটা কার্যকর হয়।

যাদের ওপর এই থেরাপি চালানো হয়েছে, তাদের কিডনির রোগ দ্রুত নির্মূল হওয়ার দিকে এগোচ্ছে বলে দাবি করা হয়েছে। থেরাপি নেওয়ার পর রোগীদের শরীরে একাধিক ইতিবাচক পরিবর্তন নজরে এসেছে:

১. ক্ষতিগ্রস্ত কিডনি কোষগুলোর উল্লেখযোগ্য মেরামত হয়েছে।

২. দীর্ঘদিনের কিডনি সমস্যায় ভোগা রোগীদের ক্ষেত্রে ডায়ালাইসিসের ওপর নির্ভরতা অনেকটাই কমেছে।

৩. শরীরের সার্বিক রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

যদিও এই চিকিৎসা ব্যবস্থা কার্যকর প্রমাণিত হয়েছে, তবুও গবেষকরা সতর্ক করেছেন যে থেরাপিটিকে বৃহত্তর পর্যায়ে পরীক্ষা করা প্রয়োজন। যদি সব রোগীর শারীরিক অবস্থার ওপর একই রকম ইতিবাচক ফল দেয়, তবেই এই চিকিৎসা পদ্ধতিটি কিডনির অসুখ সারানোর জন্য সম্পূর্ণরূপে প্রয়োগ করা হবে।

আল-মামুন/

ট্যাগ: কিডনি ভালো রাখার উপায় সেরামাইড Ceramide কিডনি রোগের কারণ Cause of Kidney Disease অ্যাকিউট কিডনি ইনজুরি Acute Kidney Injury (AKI) মাইটোকনড্রিয়া ক্ষতি Mitochondrial Damage কিডনি বিকল হওয়ার কারণ Cause of Kidney Failure সেরামাইড কন্ট্রোল থেরাপি Ceramide Control Therapy কিডনি ফেলিওরের চিকিৎসা Kidney Failure Treatment কিডনি কোষ ধ্বংস Kidney Cell Destruction কিডনি রোগের নতুন গবেষণা New Kidney Disease Research বিজ্ঞানীরা কিডনি রোগের কারণ খুঁজে পেলেন Scientists find cause of kidney disease হার্ভার্ড মেডিকেল স্কুল গবেষণা Harvard Medical School Kidney Research ইউনিভার্সিটি অফ ইউটা গবেষণা University of Utah Ceramide Study কিডনি রোগের চিকিৎসায় নতুন আশার আলো New hope for kidney disease treatment সেরামাইড ও কিডনি লিংক Ceramide Kidney Link কিডনি রোগ কেন হয়? What causes Kidney Disease? কীভাবে সেরামাইড নিয়ন্ত্রণ করা যায়? How to control Ceramide levels? সেরামাইড কী এবং এর কাজ কী? What is Ceramide and its function? Ways to keep kidneys healthy কোন খাবার কিডনির ক্ষতি করে? Which foods damage kidneys? জাঙ্কফুড ও কিডনি রোগের সম্পর্ক Junk Food and Kidney Disease link ডায়ালাইসিস কমানোর উপায় How to reduce dialysis need কিডনি রোগের আসল কারণ The real cause of kidney disease স্নেহপদার্থের কারণে কিডনি রোগ Fat substance cause kidney disease সেরামাইড মাইটোকনড্রিয়াকে নষ্ট করে Ceramide destroys mitochondria কিডনি বিকল কেন হয়? চিকিৎসা কী? Why do kidneys fail? What is the treatment? সেরামাইড নিয়ন্ত্রণ করে কিডনি সুস্থ করা Controlling Ceramide to cure kidney disease

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ