ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

বাংলাদেশ ব্যাংকের এক সিদ্ধান্তে শেয়ার বাজারে বড় পতন

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ২৮ ১৫:০১:০৩
বাংলাদেশ ব্যাংকের এক সিদ্ধান্তে শেয়ার বাজারে বড় পতন

বাংলাদেশের শেয়ারবাজারে বুধবার নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) গুলোর শেয়ারে বড় ধরনের দরপতন রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ৯টি এনবিএফআইকে বন্ধ বা অবসায়নের তালিকায় রেখেছিল। এই তালিকার মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক সূচকে উন্নতির সুযোগ দেওয়া হলেও, বাকি ছয়টিকে অবসায়নের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নতুনভাবে অবসায়নের তালিকায় থাকা ছয়টির মধ্যে পাঁচটি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত। আজ এই পাঁচ কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পতন ঘটেছে। অন্যদিকে, তিনটি প্রতিষ্ঠান—জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বিআইএফসি লিমিটেড—দর বৃদ্ধি পেয়েছে।

চূড়ান্তভাবে বন্ধের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো:

ফাস ফাইন্যান্স: শেয়ার ৮ পয়সা বা ১০% কমে ৬৯ পয়সা

প্রিমিয়ার লিজিং: শেয়ার ৭ পয়সা বা ১০% কমে ৬৩ পয়সা

ফারইস্ট ফাইন্যান্স: শেয়ার ৮ পয়সা বা প্রায় ১০% কমে ৭৪ পয়সা

পিপলস লিজিং: শেয়ার ৮ পয়সা বা ১০% কমে ৬৯ পয়সা

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড: শেয়ার ৭ পয়সা বা প্রায় ১০% কমে ৬৬ পয়সা

বাজার বিশ্লেষকরা বলছেন, বন্ধের তালিকায় থাকা এই প্রতিষ্ঠানগুলোর শেয়ারে হাতবদলের পরিমাণ খুবই কম ছিল। অর্থাৎ, বড় দরপতন সত্ত্বেও বিনিয়োগকারীরা এই শেয়ারগুলো কিনতে উৎসাহী হয়নি।

অন্যদিকে, আর্থিক সূচকে উন্নতির সুযোগ পাওয়া তিন কোম্পানির শেয়ার যথাক্রমে বৃদ্ধি পেয়েছে:

জিএসপি ফাইন্যান্স: ১০ পয়সা বা প্রায় ৬% বেড়ে ১ টাকা ৯০ পয়সা

প্রাইম ফাইন্যান্স: ১০ পয়সা বা প্রায় ৮% বেড়ে ১ টাকা ৪০ পয়সা

বিআইএফসি লিমিটেড: ১০ পয়সা বা প্রায় ৭% বেড়ে ১ টাকা ৬০ পয়সা

সার্কিট ব্রোকারের নিয়ম অনুযায়ী, একদিনে কোনো শেয়ারের দাম সর্বাধিক ১০% হারে বৃদ্ধি বা পতন হতে পারে। আজকের দরপতন ও বৃদ্ধি এই সীমার মধ্যে হয়েছে।

গত সপ্তাহে বাজারে গুঞ্জন ছিল যে, আগের তালিকায় থাকা ৯টি এনবিএফআই সবগুলোই অবসায়নের পথে যাবে না। কিন্তু কোন প্রতিষ্ঠান অবসায়ন হবে এবং কোনটি বেঁচে যাবে, তা তখন স্পষ্ট ছিল না। সেই অনিশ্চয়তার কারণে তালিকাভুক্ত ৮টি কোম্পানিতে অস্বাভাবিক দরবৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, বন্ধের তালিকায় থাকা কোম্পানিগুলোর শেয়ার বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ, আর আর্থিক সূচকে উন্নতির সুযোগ পাওয়া প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে।

আল-মামুন/

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক বিনিয়োগ পুঁজিবাজার শেয়ার দর বৃদ্ধি শেয়ার বাজার বিশ্লেষণ সার্কিট ব্রেকার পিপলস লিজিং ইন্টারন্যাশনাল লিজিং এনবিএফআই শেয়ার দরপতন প্রাইম ফাইন্যান্স ফাস ফাইন্যান্স ফারইস্ট ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স Bangladesh Stock Market Capital Market Investment প্রিমিয়ার লিজিং FAS Finance FarEast Finance Peoples Leasing নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান Bangladesh Non-Bank Financial Institution NBFI শেয়ার বাজার বাংলাদেশ Share Price Drop Circuit Breaker Premier Leasing International Leasing GSP Finance Prime Finance বিআইএফসি লিমিটেড BIFC Limited Share Price Increase আর্থিক সূচক Financial Index অবসায়ন Liquidation বন্ধের তালিকা Closure List বিনিয়োগের ঝুঁকি Investment Risk বাংলাদেশ শেয়ার বাজার খবর Bangladesh Stock News Stock Market Analysis বিনিয়োগকারীদের সতর্কতা Investor Alert শেয়ার হালচাল Share Market Movement বাজারে চাঞ্চল্য Market Volatility শেয়ার বিনিয়োগ Stock Investment

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ