ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

দুই জনকে নিয়ে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ আগস্ট ১৭ ১৯:৫৯:৩৮
দুই জনকে নিয়ে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড

দুইজনই তাই ২০ আগস্ট বাংলাদেশে এসে কোয়ারেন্টিন শুরু করবেন। তাদের আগাম আগমনের খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, ‘ইংল্যান্ড থেকে এসে আগামী ২০ আগস্ট ঢাকায় পা রাখবে দুই কিউই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। ওরা ইংল্যান্ডে দ্য হান্ড্রেডে খেলছে। পর্যাপ্ত সময় না থাকায় নিউজিল্যান্ডে ফিরতে পারবে না। এ কারণে আগেভাগেই এই দুই ক্রিকেটারকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে কিউই ক্রিকেট বোর্ড।’

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

একনজরে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড স্কোয়াড : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ ব্যানেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ পেটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ