আর্জেন্টিনার কোপা জয় বিশ্বাসই করতে পারছেন গোমেজ

সম্প্রতি আটালান্টা থেকে সেভিয়ায় যোগ দিয়েছেন তিনি। তারই ঠিক আগে দলকে জিতিয়েছেন এই কোপা আমেরিকার শিরোপা। তবে এমন কিছুর পরও বিষয়টার মর্ম এখনো ধরতে পারেননি গোমেজ। সম্প্রতি আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এল বিষয়টি।
তিনি বলেন, ‘ওহহো, আমার মনে হয় না একে ভাষায় প্রকাশ করতে পারব। সম্ভবত আমি এটা এখনো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, কেবলই কয়েকটা সপ্তাহ হলো, বিষয়টা হজম করতে কষ্ট হচ্ছে আমার। সম্ভবত কয়েক বছর পেরোলে আমরা বুঝতে পারব, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কিছু জেতাটা কী অর্থ বহন করে।’
শুধু তিনিই নন; অতীতে বড় অর্জনের পর এমন অনুভূতির মুখোমুখি হতে হয়েছে সাবেকদেরও, মনে করেন পাপু গোমেজ। বলেন, ‘এটা অতীতে যারা জিতেছে, তাদের সঙ্গেও ঘটেছে। এমনটা হতেই থাকবে, কারণ মানুষ এখনো মনে রেখেছে ১৯৭৮, ১৯৮৬ বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা জয়ের পর কেমন লেগেছে।’
সেজন্যেই তার ধারণা, অনেক বছর কেটে গেলে তবেই এর বিশালতা বুঝতে পারবে সবাই। গোমেজের ভাষ্য, ‘এই কারণেই আমার মনে হয়, অনেক বছর চলে গেলে, কিংবা আমরা খেলা থেকে অবসর নিলে তবেই কেবল এর মর্ম বুঝতে পারব।’
এর আগের আসরে এই ব্রাজিলের মাটিতেই খেলতে হয়েছিল আর্জেন্টিনাকে। সেবার রেফারিংকে প্রশ্নবিদ্ধ করে নিজেরাও বেশ সমালোচনার মুখে পড়েছিলেন লিওনেল মেসি, আর তার দল আর্জেন্টিনা। এবার নিজেদের আয়োজক হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু দেশে মহামারির ছোবল শেষ মুহূর্তে বদলে দিয়েছিল পরিস্থিতি।
এবার ব্রাজিলে খেলতে যাওয়ার আগে পুরনো স্মৃতিই শক্তি জুগিয়েছে আর্জেন্টিনাকে, জানান গোমেজ। বলেন, ‘মহামারিতে সব বদলে গিয়েছিল। তার মধ্যে এ জয় অসাধারণ।
আরও একবার ব্রাজিলে যেতে হয়েছিল আমাদের, ২০১৯ কোপা আমেরিকায় রেফারিদের সঙ্গে নিয়ে যা হয়েছিল... আমাদের নিজেদের মধ্যেও সন্দেহ ছিল কিন্তু ভেতরে ভেতরে এ অতিরিক্ত বিষয়গুলোই আমাদেরকে শক্তি যুগিয়েছিল।’
সেই ফাইনাল শেষ হয়ে গেলেও এর রেশ থেকে গিয়েছিল অনেকদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের কাদা ছোড়াছুঁড়িও হয়েছে বেশ। তবে একে স্বাভাবিক চোখেই দেখছেন গোমেজ। বললেন, ‘কিন্তু এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হয়েছে, এমনটা সেখানে হয়েই থাকে।
এটা স্বাভাবিক যে এই হারটা তাদেরকে তাঁতিয়ে দিয়েছে। কিন্তু আমি দানি আলভেসকে এমনটা করতে দেখিনি। সম্ভবত, রিশার্লিশন এমনটা করেছিল। তার বয়স কেবল ২৩, সে এখনো তরুণ। এমনতা হয়েই থাকে এ সময়। তবে এটা একটা খেলা, যেখানে মাঠেই তার সত্যটা ধরা পড়ে।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশী মারা গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে
- ভয়াবহ অন্ধকারে ঢাকার একাংশ
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা দিল ডিএসই
- শান্তর পদত্যাগ, নতুন টেস্ট অধিনায়কত্বে এগিয়ে যিনি
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: বৃষ্টির কারণে বন্ধ দ্বিতীয় টেস্ট ম্যাচ
- বিনিয়োগকারীদের নজর কেড়েছে ৩ কোম্পানির শেয়ারে
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে পাঁচ কোম্পানি
- বাজারে সামগ্রিক মন্দার মাঝেও বস্ত্র খাতের ৫ কোম্পানির চমক
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ল বিশেষ প্রণোদনা
- ত্রয়োদশ সংসদ নির্বাচন: খালেদা জিয়া যে তিন আসনে লড়তে পারেন
- ক্লাব বিশ্বকাপ: শেষ ষোলোতে শক্তিশালী প্রতিপক্ষে মেসির ইন্টার মায়ামি
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১ জুলাই থেকে, জেনে নিন কত টাকা
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ম্যাচ প্রিভিউ, একাদশ ও ম্যাচ শুরুর সময়
- যেসব এলাকায় দুই দিনের জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ
- PSG বনাম ইন্টার মায়ামি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ ম্যাচ