ব্রেকিং নিউজ: নতুন সমস্যাই পড়েছেন মেসি

পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে, চাইলে আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগও আছে। অর্থাৎ, প্যারিসে দীর্ঘদিন থাকতে হবে মেসিকে। সে জন্য তো হোটেলে চলবে না, নিজের বাড়ি না হলেও অন্তত একটা ভাড়া বাড়ি তো দরকার!
সন্তানদের দ্রুত স্কুলে ভর্তির কথাও ভুললে চলবে না। মেসি এবং তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ঠিক বুঝতে পারছেন না প্যারিসে ভাড়া বাসায় থাকবেন নাকি বাড়ি কিনবেন।
ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিসিয়েন’ জানিয়েছে, এ মুহূর্তে মেসি-রোকুজ্জো দম্পতির কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে সন্তানদের দ্রুত স্কুলে ভর্তি করার বিষয়টি। স্কুল পছন্দের ক্ষেত্রে তাঁরা যে অঞ্চলে থাকবেন সেটি খুব গুরুত্বপূর্ণ। এদিকে মেসির থাকার ব্যবস্থা করতে গিয়ে ঘাম ছুটে যাচ্ছে প্যারিসের বিলাসবহুল এস্টেট এজেন্টদের।
পিএসজিও বসে নেই। তবে লা পারিসিয়েন জানিয়েছে, মেসি-রোকুজ্জো দম্পতি শেষ পর্যন্ত ভাড়া বাসা বেছে নিতে পারেন। কারণ প্যারিসে তাঁরা স্থায়ী হচ্ছেন না।
পিএসজিতে মেসির কিছু সতীর্থদের প্যারিসে আবাসন সমস্যার সমাধান করা এজেন্সি ‘দানিয়েল ফেয়াউ’-এর মুখপাত্র আন্তোনিন টমাস জানিয়েছেন, তারকা হওয়ায় তাদের কাছে বিশেষ কোনো সুবিধা চাননি মেসি, ‘আর দশজন সাধারণ মক্কেল যেমন সেবা পেয়ে থাকেন, তারাও এর বেশি কিছু চাইছে না।
বার্সেলোনায় যেমন ছিল, তেমন কিছুই তাদের প্রত্যাশা—একটা ঝকঝকে বাড়ি, কোনো সংস্কার করতে হবে না, একটা বাগান ও সুইমিং পুল। প্যারিসে সুইমিং পুল বের করা মুশকিল, বিশেষ করে ভাড়া বাড়ির ক্ষেত্রে।’
ফরাসি সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্যারিসের পশ্চিমাঞ্চলের উপশহর নিউয়ি-সুর-সেনে বাসা নিতে পারেন মেসি। বেশ কিছু দূতাবাস এবং করপোরেট অফিসের সদর দপ্তর এ অঞ্চলে অবস্থিত। প্যারিসে সবচেয়ে ধনী ও বিলাসবহুল উপশহরগুলোর একটি নিউয়ি-সুর-সেন। তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরোর জন্য ভালো স্কুলও আছে সেখানে।
পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে যাতায়াতও সেখান থেকে বেশি দূরের পথ নয়। রোকুজ্জো নাকি ৮১৩ বর্গমিটারের বাড়ি চেয়েছেন, যেখানে ৩০০ বর্গমিটারের বেশি জায়গাজুড়ে থাকবে বাগান। দাম আড়াই কোটি ইউরো।
তবে মেসি-রোকুজ্জোকে নাকি আগেই ১৩০০ বর্গমিটার আয়তনের শয়নকক্ষের সঙ্গে ১৩৭০ বর্গমিটারের বাগান নিয়ে তৈরি বাসা দেখানো হয়েছে। দাম দুই কোটি ইউরো।
পারিসিয়েন জানিয়েছে, এই জায়গার মধ্যে রয়েছে চারটি স্যুইট, এর মধ্যে দুটি অতিথিদের জন্য। বাড়ির কর্মীদের জন্য অ্যাপার্টমেন্ট, চারটি গাড়ি রাখার গ্যারাজ, ম্যাসাজ কক্ষ, হোম থিয়েটার, সুইমিং পুল, সনা ও ওয়াইন সেলার।
এ ছাড়া প্যারিসের আরেকটি উপশহর ভিলা মন্তমোরেনসিতেও থাকতেন পারেন মেসি-রোকুজ্জো দম্পতি। এটি মূলত ধনীদের বসবাসের জায়গা। সেখানেও মেসির জন্য ৯৫২ বর্গমিটার আয়তনের বাড়ি দেখানো হয়েছে। দাম আড়াই কোটি ইউরো।
প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর ভেলিনেসেও থাকতে পারেন তারা। নেইমার এ অঞ্চলে থাকেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশী মারা গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে
- ভয়াবহ অন্ধকারে ঢাকার একাংশ
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা দিল ডিএসই
- শান্তর পদত্যাগ, নতুন টেস্ট অধিনায়কত্বে এগিয়ে যিনি
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: বৃষ্টির কারণে বন্ধ দ্বিতীয় টেস্ট ম্যাচ
- বিনিয়োগকারীদের নজর কেড়েছে ৩ কোম্পানির শেয়ারে
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে পাঁচ কোম্পানি
- বাজারে সামগ্রিক মন্দার মাঝেও বস্ত্র খাতের ৫ কোম্পানির চমক
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ল বিশেষ প্রণোদনা
- ত্রয়োদশ সংসদ নির্বাচন: খালেদা জিয়া যে তিন আসনে লড়তে পারেন
- ক্লাব বিশ্বকাপ: শেষ ষোলোতে শক্তিশালী প্রতিপক্ষে মেসির ইন্টার মায়ামি
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১ জুলাই থেকে, জেনে নিন কত টাকা
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ম্যাচ প্রিভিউ, একাদশ ও ম্যাচ শুরুর সময়
- যেসব এলাকায় দুই দিনের জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ
- PSG বনাম ইন্টার মায়ামি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ ম্যাচ