ঢাকা, রবিবার, ২৯ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

“মেসিকে হারিয়ে ব্যালন ডি অর জিতলে সেটা হবে কলঙ্কের” – জর্জিনহো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ আগস্ট ১৮ ২২:০০:১৩
“মেসিকে হারিয়ে ব্যালন ডি অর জিতলে সেটা হবে কলঙ্কের” – জর্জিনহো

দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর অনেকেই তাকে এবার বর্ষসেরার পুরস্কার তথা ব্যালন ডি অর জয়ের পথে লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন। তবে এমন কিছু নিয়ে কথা বলাও কলঙ্কের বলে মনে করছেন খোদ জর্জিনহো।

সম্প্রতি ইতালির আরেক ফুটবলার অ্যান্তেনিও ক্যাসিনোর সঙ্গে আলাপচারিতায় এমন মন্তব্য করেন জর্জিনহো। আলাপের এক পর্যায়ে অ্যান্তেনিও বলেন, “অনেকে বলাবলি করছে যে মেসিকে হারিয়ে তুমি ব্যালন ডি অর জিতবে। এটা কেমন কলঙ্কের?”

তার কথায় সম্মতি জানিয়ে জর্জিনহো বলেন, “সত্যিই এটা কলঙ্কের। আমি তোমার সঙ্গে একমত। অবসরের আগে পর্যন্ত সবসময় ব্যালন ডি অর মেসিরই জেতা উচিত।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ