ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

টস শেষ, নিউজিল্যান্ডে বিপক্ষে সৌম্য ও মোসাদ্দেককে বাদ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০১ ১৫:৪৭:৪৮
টস শেষ, নিউজিল্যান্ডে বিপক্ষে সৌম্য ও মোসাদ্দেককে বাদ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

সমীকরণের হিসাবে বাংলাদেশের চেয়ে টি-২০ ফরম্যাটে বেশ এগিয়ে নিউজিল্যান্ড। ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের বিপক্ষে অতীতের ১০ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে কিউইরা।

তবে সাম্প্রতিক ফর্ম বাংলাদেশ দলকে আশা জাগাতেই পারে। চলতি মাসেই অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। এছাড়া আইপিএলের কারণে বাংলাদেশ সফরে আসেনি নিউজিল্যান্ডের বেশ কিছু তারকা ক্রিকেটারও।

এসব বিবেচনায় সিরিজে নিঃসন্দেহে ফেভারিটের তকমা পাচ্ছে বাংলাদেশ। সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার কঠিন বায়ো-বাবল নীতির কারণে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে খেলাতে পারেনি টাইগাররা। অজিদের বিপক্ষে টি-২০ সিরিজে ছিলেন না জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাসও।

নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক-লিটনের সংযুক্তিতে আরো শক্তিশালী হয়েছে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ। আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ অলরাউন্ডারও। বোলিংয়ে সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে আছেন দেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান। স্পিনে আছেন মাহেদী হাসান।

বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ