ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

আবারও ব্যার্থ ওপেনিং জুটি ২য় ম্যাচে নিউজিল্যার্ডের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৩ ১০:১৯:৫৪
আবারও ব্যার্থ ওপেনিং জুটি ২য় ম্যাচে নিউজিল্যার্ডের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেলেও ওপেনিং পজিশনে কোথায় যেন একটা ঘাটতি রয়ে গেছে টাইগারদের। গত জিম্বাবুয়ে সিরিজে সৌম্য সরকার ও নাইম শেখ যে পারফরম্যান্স করেছিলেন তার ছিটেফোঁটাও ছিলো না অস্ট্রেলিয়া সিরিজে। পাঁচ ম্যাচের ওই সিরিজে নাইম শেখ দুই ম্যাচে স্বল্প পরিমানে রানের দেখা পেলেও বাকি তিন ম্যাচে ছিলেন ব্যর্থ। অন্যদিকে সৌম্যর অবস্থা তো আরও বেগতিক।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে এসে সঙ্গী বদলালেও রানের দেখা পেলেন না নাইম শেখ। মাত্র ১ রান করেই সাজঘরে ফিরেছিলেন তিনি। অন্যদিকে সৌম্যর জায়গা দখল করা লিটন দাসকে অটো চয়েজ মনে করা হলেও প্রথম ম্যাচে তিনি খেলেছেন মাত্র ১ রানের ইনিংস।

প্রথম ম্যাচে ওপেনিং জুটি ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে তাদের উপরেই ভরসা করতে পারে টিম ম্যানেজমেন্ট। ইনিংস উদ্বোধনে নাইম শেখ ও লিটন দাসকে দেখা গেলে তিন নম্বরে থাকছেন সাকিব আল হাসান।

চার নম্বরে নিয়মিত পারফর্মার মুশফিকুর রহিমের সাথে পরের পজিশনটা বেছে নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিং লাইনআপে টাইগারদের বাকি সদস্যরা হলেন নুরুল হাসান সোহান আফিফ হোসেন ধ্রুব এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

এছাড়া বোলিং বিভাগে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। তাই হয়তো দ্বিতীয় ম্যাচে এসেও পেসার শরিফুল থাকতে পারেন একাদশের বাইরে। ফলে মুস্তাফিজুর রহমানের সাথে পেসার হিসেবে থাকছেন সাইফুদ্দিন। এছাড়া স্পিন বিভাগে নাসুম আহমেদ ও শেখ মাহাদি হাসানের উপরই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

এক নজরে দেখে নেয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শেখ মাহাদি হাসান।

সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার বিকাল চারটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ