বিশ্বকাপে পাকিস্তানের থেকে এগিয়ে ভারত, নিজে মুখেই স্বীকার করলেন পাকিস্তানের তারকা ওপেনার

ওয়ানডে বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান একে অপরের মোকাবেলা করেছে সাতবার। একবারও জয়ের দেখা পায়নি পাকিস্তান। ২০১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও পাকিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারায় বিরাট কোহলির ভারত।
এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে পাঁচবার। সবগুলো ম্যাচেই জয়ের হাসি হেসেছে ভারত। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি অবশ্য শুরুতে টাই হয়েছিল। আইসিসির রেকর্ডেও ম্যাচটি টাই হিসেবে লিপিবদ্ধ। কিন্তু সেবারের 'বল-আউট' পদ্ধতিতে ম্যাচটি জিতে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত।
দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ভালো না থাকায় লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয় না ভারত ও পাকিস্তান। বৈশ্বিক কোনও আসরেই দল দুটির দেখা হয়। আর ভারতে সিনিয়র ক্রিকেটার বেশি থাকায় তারা চাপ সামলে ম্যাচ জিতে যায়, এমনটা মনে করছেন ইমাম।
পাকিস্তানের একটি মিডিয়াকে ইমাম বলেন, 'সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারতের বিপক্ষে আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলি না। ভারত-পাকিস্তানের খেলা সবসময়ই বড় ম্যাচ, সেটা বিশ্বকাপের নকআউট মঞ্চে হোক বা গ্রুপ পর্বে হোক। আমাদের দলের তরুণ ক্রিকেটারদের জন্য সেই চাপ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ভারতে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। তারা জানে কীভাবে চাপ সামলে নিতে হয়।'
আগামি ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি পাকিস্তানের জন্য কঠিন হলেও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় সেই ম্যাচে ভারতকে হারিয়ে যাত্রা শুরু করতে চান ২৫ বছর বয়সী ইমাম।
তিনি আরও বলেন, 'এটা (চাপ সামলানো) ছাড়া পাকিস্তান থেকে ভারতের ভালো হওয়ার কোনও কারণ নেই। আমি কখনোই চাই না পাকিস্তান হারুক। ইনশাআল্লাহ এবার আমরা তাদের হারাব। সত্যি বলতে, এই ম্যাচ আমাদের জন্য অনেক কঠিন হবে।'
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশী মারা গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে
- PSG বনাম ইন্টার মায়ামি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ ম্যাচ
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ম্যাচ প্রিভিউ, একাদশ ও ম্যাচ শুরুর সময়
- চুপ্পুকে সরিয়ে জাতীয় নির্বাচনে আগে নতুন রাষ্ট্রপতি চান পিনাকি
- ৮ গোল: শেষ হলো বাংলাদেশ বনাম বাহারাইনের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা
- মাহিয়া মাহির মৃত্যু গুজব: সত্য ও মিথ্যার বিশ্লেষণ
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা দিল ডিএসই
- শান্তর পদত্যাগ, নতুন টেস্ট অধিনায়কত্বে এগিয়ে যিনি
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ৪-০ গোলে শেষ হলো ম্যাচ
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: বৃষ্টির কারণে বন্ধ দ্বিতীয় টেস্ট ম্যাচ
- কফিনবন্দি হয়ে ফিরলেন ফখরুল, চোখের জলে ভেসে গেল শেষ বিদায়
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে পাঁচ কোম্পানি
- ফিফা ক্লাব বিশ্বকাপ : দ্বিতীয় পর্ব নিশ্চিত ১৬ দলের, সময় সূচি প্রকাশ
- বাজারে সামগ্রিক মন্দার মাঝেও বস্ত্র খাতের ৫ কোম্পানির চমক
- বিনিয়োগকারীদের জন্য তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা