নতুন রহস্যময় স্পিনারকে খুজে পেল শ্রীলঙ্কা, যাকে ‘বুঝবে না কেউ

মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২০৩ রানের পুঁজি নিয়েও ৭৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। তাদের জয়ের নায়ক অভিষিক্ত স্পিনার মাহিশ থিকশানা। যিনি ১০ ওভারে ৩৭ রানে নিয়েছেন ৪ উইকেট। লঙ্কান স্পিনারদের মধ্যে এটিই অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড।
এমন বোলিং করে অধিনায়কের মন জিতে নিয়েছেন ২১ বছর বয়সী থিকশানা। একইসঙ্গে অফব্রেক, ক্যারম বল ও গুগলি করতে পারেন বিধায় ব্যাটসম্যানদের জন্য তাকে খেলা বেশ কঠিন। তাই লঙ্কান অধিনায়ক শানাকা মনে করেন, থিকশানাকে বুঝতে অনেক কষ্টই হবে সব ব্যাটসম্যানের।
থিকশানার দ্যুতিতে প্রায় পাঁচ বছর ব্যবধানে সিরিজ জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শানাকা জানিয়েছেন, এ রহস্য স্পিনারকে মূলত টি-টোয়েন্টির জন্য রাখা হয়েছিল। কিন্তু ঝুঁকি নিয়ে ওয়ানডেতে অভিষেক করিয়ে দিয়েছেন ভালো ফলের আশায়। ঠিক তাই পেয়েছেন শানাকা।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘মূলত টি-টোয়েন্টিতে খেলানোর জন্য থিকশানাকে দলে এনেছিলাম। তবে আমি জানতাম যেখানে বল ঘোরে, সে উইকেটে থিকশানার মতো বোলারকে খেলা কষ্টকর হবে দক্ষিণ আফ্রিকার জন্য। তাই অধিনায়ক হিসেবে ঝুঁকিটা নেই এবং কোচ-নির্বাচকরাও আমাকে সমর্থন দিয়েছেন।’
এখনও পর্যন্ত খুব বেশি স্বীকৃত পর্যায়ের ম্যাচ খেলেননি থিকশানা। তবে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। অভিষেকের আগে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১১ ম্যাচে মাত্র ১৬.১৫ গড়ে শিকার করেছেন ১৯টি উইকেট। বৈচিত্রে ভরপুর এ স্পিনারের কাছ থেকে চাওয়াটাও বেশি লঙ্কান অধিনায়কের।
শানাকার ভাষ্য, ‘উচ্চপর্যায়ে খুব কম ম্যাচ খেলেছে থিকশানা। তবে টি-টেন, এলপিএলের মতো লিগ টুর্নামেন্ট খেলেছে। তাকে বুঝতে পারা একদমই সহজ নয়। আমার মনে হয় না, কোনো দলই তাকে সহজে বুঝতে পারবে। কারণ সে একজন স্কিলফুল বোলার। তাকে শুধু পড়তে পারাই কঠিন নয়, তার স্কিলও অনেক বেশি।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশী মারা গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে
- চুপ্পুকে সরিয়ে জাতীয় নির্বাচনে আগে নতুন রাষ্ট্রপতি চান পিনাকি
- PSG বনাম ইন্টার মায়ামি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ ম্যাচ
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ম্যাচ প্রিভিউ, একাদশ ও ম্যাচ শুরুর সময়
- ৮ গোল: শেষ হলো বাংলাদেশ বনাম বাহারাইনের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা
- মাহিয়া মাহির মৃত্যু গুজব: সত্য ও মিথ্যার বিশ্লেষণ
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা দিল ডিএসই
- শান্তর পদত্যাগ, নতুন টেস্ট অধিনায়কত্বে এগিয়ে যিনি
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ৪-০ গোলে শেষ হলো ম্যাচ
- কফিনবন্দি হয়ে ফিরলেন ফখরুল, চোখের জলে ভেসে গেল শেষ বিদায়
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: বৃষ্টির কারণে বন্ধ দ্বিতীয় টেস্ট ম্যাচ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে পাঁচ কোম্পানি
- ফিফা ক্লাব বিশ্বকাপ : দ্বিতীয় পর্ব নিশ্চিত ১৬ দলের, সময় সূচি প্রকাশ
- বাজারে সামগ্রিক মন্দার মাঝেও বস্ত্র খাতের ৫ কোম্পানির চমক
- বিনিয়োগকারীদের জন্য তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা