ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

তামিম-সাকিব নয়, বর্তমানে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান যে দুই জন জানালেন ব্যাটিং কোচ প্রিন্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৮ ১৪:২৬:৫৪
তামিম-সাকিব নয়, বর্তমানে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান যে দুই জন জানালেন ব্যাটিং কোচ প্রিন্স

টিম ম্যানেজমেন্ট ও কোচ যখন তাদের এই দুই ব্যাটসম্যানের উপর আস্থা রেখেছিলো তখন গত জিম্বাবুয়ে সিরিজ কিংবা অস্ট্রেলিয়া সিরিজে জ্বলে উঠলেও খানিকটা ব্যত্যয় ঘটেছে নিউজিল্যান্ড সিরিজে এসে।

কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোহান কিংবা আফিফ দুইজনের কেউই ব্যাটিং করার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে এসে সুবিধা করতে পারেননি সোহান কিংবা আফিফের কেউই।

ওই ম্যাচে আফিফের ব্যাট থেকে এসেছিলো ৩ রান ও সোহানের ব্যাট থেকে এসেছিলো ১৩ রান। এছাড়া তৃতীয় ম্যাচে এসে আফিফ খালি হাতে ফিরলে সোহানের ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। ঘরের মাঠে এমন পারফরম্যান্সের পর স্বভাবতই তাদের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠার কথা থাকলেও তা নিয়ে চিন্তিত নন টাইগারদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।

ব্যাটিং কোচের মতে বড় রান তাড়া করার সামর্থ্য রয়েছে সোহান ও আফিফদের। প্রিন্স বলেন,

‘’জিম্বাবুয়েতে আমরা ভালোই লক্ষ্য তাড়া করেছি। অস্ট্রেলিয়া সিরিজে আফিফ ও সোহান রান তাড়ায় পারদর্শিতা দেখিয়েছে। গুরুত্বপূর্ণ হল দলের ব্যাটসম্যানদের কম্বিনেশন। আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা স্ট্রাইক রোটেট করতে পারে আবার এমন খেলোয়াড়ও আছে যারা বাউন্ডারিও হাঁকাতে পারে, শেষদিকে ওভার প্রতি ৯-১০ রান প্রয়োজন হলে ঐ অনুযায়ী ব্যাট করতে পারে।’’

বর্তমানে দলে যারা আছেন তাদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি। প্রিন্স মনে করেন ঘরের মাঠ হলেও এমন উইকেটে ক্রিকেটারদের মানিয়ে নিতে হবে। তার ভাষ্য, ‘’আমি মনে করি আমাদের কম্বিনেশন ভালোই আছে, আমাদের সব ধরনের খেলোয়াড় আছে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল- প্রতিটি পিচ ভিন্ন এবং পিচের ধরন বুঝে মানিয়ে নিতে হবে।’’

মিরপুরের মন্থর উইকেটে দ্রুত রান তোলার চেষ্টা করলে হিতে বিপরীত হতে পারে এমনটাও মনে করছেন টাইগারদের ব্যাটিং কোচ। তিনি যোগ করেন, ‘’উইকেট দ্রুত রান তোলার মত নয়। খুব বেশি বাউন্ডারি এমন উইকেটে হয় না। তাই স্ট্রাইক রোটেট করে রান রেট ৬ রাখা উচিৎ। নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় রান রেট খুব বেশি না দাঁড়ায়।’’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ