ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

দলবদলে রিয়াল মাদ্রিদের বাজিমাত, দলে যোগ হলো নতুন শক্তি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৮ ১৫:০০:২১
দলবদলে রিয়াল মাদ্রিদের বাজিমাত, দলে যোগ হলো নতুন শক্তি

গতকাল রাতে নতুন ক্লাবে পৌঁছে গেছেন এই উঠতি তারকা। বিষয়টা নিশ্চিত করেছেন ইতালির খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

জানা গেছে, খুব তাড়াতাড়ি রিয়ালের হয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হবেন কামাভিঙ্গা। রিয়ালের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছেন এই মিডফিল্ডার। কবে নাগাদ লস ব্লাঙ্কোসদের জার্সিতে তার অভিষেক হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

২০১৮-১৯ মৌসুমের শেষ দিকে মাত্র ১৬ বছর বয়সে ফ্রেঞ্চ ক্লাব রেনের ‘বি’ দলে সুযোগ পান কামাভিঙ্গা। ২০১৯-২০ মৌসুমে গায়ে চাপান মূল দলের জার্সি। গত বছর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেশন্স লিগের ম‍্যাচে ফ্রান্স জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ১৮ বছর বয়সী প্রতিভাবান এই ফুটবলারের। তাতেই ১৯১৪ সালের পর ফ্রান্সের হয়ে খেলা কনিষ্ঠতম ফুটবলার বনে গেছেন কামাভিঙ্গা।

সেন্ট্রাল মিডের পাশাপাশি হোল্ডিং মিডফিল্ডার হিসেবেও কোনো অংশে কম যান না কামাভিঙ্গা। রিয়ালের একাদশে জায়গা পেতে হলে তাকে লড়তে হবে লুকা মদ্রিচ, টনি ক্রুস, কাসেমিরো, ভালভার্দের মতো নামিদামি তারকা খেলোয়াড়দের সাথে।

কামাভিঙ্গাকে পাওয়ার দৌড়ে ম্যানচেস্টার ইউনাইটেড এবং পিএসজি বেশ আগ্রহ দেখালেও সর্বশেষ দলবদলের শেষদিন বাজিমাত করেছে রিয়াল। চলতি মৌসুমে ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে না পাওয়ায় যে ক্ষত সৃষ্টি হয়েছিল, তাতে কিছুটা হলেও প্রলেপ দিতে সক্ষম হয়েছে শিরোপাহীন থেকে গত মৌসুম শেষ করা দলটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ