ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

‘হ্যাটট্রিক’ বাংলাদেশের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৮ ২০:৪৮:৪৮
‘হ্যাটট্রিক’ বাংলাদেশের

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। তারপর দেশে এসে অস্ট্রেলিয়াকে হারায় ৪-১’এ। এবার নিউজিল্যান্ডকেও এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারিয়েছে টাইগাররা।

আজ (বুধবার) মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে কিউইদের মাত্র ৯৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ৬ উইকেট হাতে রেখে পায় সহজ জয়, নিশ্চিত করে সিরিজ।

পাঁচ ম্যাচ সিরিজে এখন ৩-১ ব্যবধানে এগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শুক্রবার সিরিজের শেষ টি-টোয়েন্টি জিততে পারলে অস্ট্রেলিয়ার মতোই ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হবে স্বাগতিকদের।

শুধু এই তিন সিরিজে নয়। টি-টোয়েন্টিতে সর্বশেষ ৫ সিরিজ হিসেবে আনলে ৪টিতেই জিতেছে বাংলাদেশ। মাঝে নিউজিল্যান্ড সফরে হেরেছিল ৩-০ ব্যবধানে। কিন্তু তার ঠিক আগের সিরিজেই ঘরের মাঠে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল টাইগাররা। ওই সিরিজটি হয়েছিল গত বছরের মার্চে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ