ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ইতালি-জার্মানির ৯ গোল, এক নজরে বিশ্বকাপ বাছাইয়ের আজকের সকল ম্যাচের ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৯ ১১:৫৭:৫৭
ইতালি-জার্মানির ৯ গোল, এক নজরে বিশ্বকাপ বাছাইয়ের আজকের সকল ম্যাচের ফলাফল

বুধবার রাতে ঘরের মাঠে আধঘণ্টার মধ্যে চার গোল করে ফেলে ইতালি। যা দেশটির ফুটবল ইতিহাসে দ্রুততম চার গোল। ১১ মিনিটে ময়েজেস কিনের গোলে লিড নেওয়ার চার মিনিট পর আটকাসের আত্মঘাতী গোলে ডাবলস হয় আজ্জুরিদের। পরে ২৯ মিনিটে জোড়া গোল পূরণ করেন কিন। তার দুই গোলের মাঝে জালের ঠিকানা খুঁজে নেন রাসপাদোরি। ৫৪ মিনিটে ডি লরেঞ্জোর লক্ষ্যভেদে শেষ হয় ইতালির গোল উৎসব।

দাপুটে এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচে অজেয় থাকার বিশ্বরেকর্ডটা আরো এগিয়ে নিল ইতালি। এই মুহূর্তে টানা ৩৭ ম্যাচ অপরাজিত আছে আজ্জুরিরা। রেকর্ডটা কোথায় গিয়ে থামে সেটাই দেখার অপেক্ষা। কার্যত বাছাইপর্বে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে মানচিনির দল। ছয় ম্যাচে ১৪ পয়েন্ট ইতালির। চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সুইজারল্যান্ড।

এমন রাজসিক জয়ের ম্যাচটা অবশ্য ইতালি খেলেছে তিন তারকা সিরো ইম্মোবিলে, লরেঞ্জো ইনসিগনে ও ফেডেরিকো চিয়েসাকে ছাড়াই। যদিও খর্বশক্তির লিথুয়ানিয়ার বিপক্ষের ম্যাচে এই ত্রয়ীর অভাবটা বুঝতেই দেয়নি ইতালি। জার্মানি অবশ্য পূর্ণ শক্তির দল নিয়েই খেলেছে আইসল্যান্ডের মাঠে। ইতালির মতো প্রত্যাশিত বড় জয় পেয়েছে তারাও। কাল রাতে আইসল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানরা।

‘জে’ গ্রুপের ম্যাচে দুই অর্ধে দুটি করে গোল করেছে জার্মানি। গোলগুলো করেন সার্জি জিন্যাব্রি, অ্যান্তনিও রুদিগার, লিরয় সানে ও টিমো ওয়ার্নার। প্রথম দুজন বিরতির আগে এবং পরের দুজন গোল করেন বিরতির পর। দুর্দান্ত এই জয়ে গ্রুপ টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করল জার্মানি। ছয় ম্যাচে পাঁচ ১৫ পয়েন্ট হানসি ফ্লিকের দলের। ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল আর্মেনিয়া।

একনজরে ফলাফল:

আইসল্যান্ড ০-৪ জার্মানি

কসোভো ০-২ স্পেন

ইতালি ৫-০ লিথুয়ানিয়া

উত্তর আয়ারল্যান্ড ০-০ সুইজারল্যান্ড

বেলারুশ ০-১ বেলজিয়াম

ওয়েলস ০-০ এস্তোনিয়া

পোল্যান্ড ১-১ ইংল্যান্ড

আর্মেনিয়া ১-১ লিখটেনস্টেইন

উত্তর মেসিডোনিয়া ০-০ রোমানিয়া

গ্রিস ২-১ সুইডেন

আলবেনিয়া ৫-০ সান মারিনো

হাঙ্গেরি ২-১ অ্যান্ডোরা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ