ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ব্রাজিলের নালিশে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে ফিফা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৯ ১২:৩১:১৭
ব্রাজিলের নালিশে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে ফিফা

তাতে ক্ষুব্ধ হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলকর্তারা। নালিশ জানিয়েছেন বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার কাছে। নড়েচড়ে বসেছে ফিফাও। তারা এখন পর্যবেক্ষণ করছেন আগামী সপ্তাহের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলোর দিকে। যেখানে ল্যাটিনদের খেলানো হলেই কঠিন শাস্তি পেতে পারে ইংলিশ ক্লাবগুলো। শাস্তি এড়াতে হলে নির্দিষ্ট খেলোয়াড়দের বসিয়ে রাখতে হবে।

ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন, লিভারপুলের শেষ প্রহরী অ্যালিসন বেকার। দুজনই ব্রাজিলিয়ান। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে যেতে পারেননি। সিটি-লিভারপুলের মতো ব্রাজিলিয়ান ফুটবলারদের ছাড়েনি ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিডস ইউনাইটেডও। যদিও ফিফার আইন আছে, ছাড়পত্র না পাওয়া খেলোয়াড়রা আন্তর্জাতিক বিরতির পর পাঁচ দিন নিষিদ্ধ হবেন।

এই আইনের প্রয়োগ ঘটাতে ফিফাকে লিখিত অভিযোগ জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ফিফা পদক্ষেপ নিলে ইংলিশ কোনো ক্লাবই আগামী সপ্তাহে ল্যাটিন আমেরিকানদের খেলাতে পারবে না। এই নিষেধাজ্ঞার সময় কাল আগামী ১০ থেকে ১৪ সেপ্টেম্বর। এনিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ফিফা কিংবা ফুটবল অ্যাসোসিয়েশন।

বুধবার রাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, যদি নিষেধাজ্ঞা দেয় ফিফা, তাহলে এর বিরুদ্ধে আপিল করবে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তাদের মতে কোভিড পরিস্থিতির মধ্যে এ ধরনের আইন প্রয়োগ করা হবে অযৌক্তিক।

উল্লেখ্য, ল্যাটিন আমেরিকা থেকে যুক্তরাজ্যে ফিরলে বাধ্যতামূলক ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে খেলোয়াড়দের। এ কারণেই ল্যাটিনদের ছাড়েনি ইংলিশ ক্লাবগুলো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ