বলিভিয়া বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর এক ঘণ্টা পর পেরুর বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল দল। বিশ্বকাপ বাছাইয়ে দুই দলেরই এটি নবম ম্যাচ। তাদের নিজেদের মুখোমুখি ম্যাচটি ছিলো অষ্টম ম্যাচ, যার সমাধান এখনও দেয়নি ফিফা।
বিশ্বকাপ বাছাইয়ে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ব্রাজিল। স্থগিত হওয়া ম্যাচটি বাদ দিলে বাকি সাত ম্যাচের সবকয়টি জিতে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। ব্রাজিলের ঠিক নিচেই আর্জেন্টিনা। তারাও কোনো ম্যাচ হারেনি। তবে সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ১৫।
নিজেদের ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতেও পরিষ্কার ফেবারিট আর্জেন্টিনা। মুখোমুখি পরিসংখ্যানও কথা বলছে তাদের পক্ষে। দুই দল এখনও পর্যন্ত খেলেছে মোট ৪১টি ম্যাচ। যেখানে ড্র হয়েছে ৭টি, বলিভিয়ার জয় ৫ ম্যাচে। বাকি ২৯ ম্যাচের সবকয়টিই জিতেছে আর্জেন্টিনা।
এই ম্যাচটিতে আর্জেন্টিনার একাদশে অন্তত তিনটি পরিবর্তন অবধারিত। কেননা ক্লাব ফুটবলে যোগ দিতে এরই মধ্যে ইউরোপে ফিরে গেছেন এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো এবং ক্রিশ্চিয়ান রোমেরো। ফলে বলিভিয়ার বিপক্ষে গোলবারের নিচে হয়তো দেখা যাবে হুয়ান মুসোকে।
অন্যদিকে পেরুর বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানেও অনেক এগিয়ে ব্রাজিল। দুই দল এখনও পর্যন্ত খেলেছে মোট ৫০টি ম্যাচ। যেখানে ব্রাজিল জিতেছে ৩৬টি আর ড্র হয়েছে ৯টি ম্যাচ। বাকি পাঁচটি ম্যাচের ফলাফল গেছে পেরুর পক্ষে। সবশেষ ২০১৯ সালে এক প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জিতেছে পেরু।
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশহুয়ান মুসো, গনজালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, জার্মান পেজ্জেল্লা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, নিকোলাস গঞ্জালেজ/আলেজান্দ্রো গোমেজ, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
আর্জেন্টিনার বিপক্ষে বলিভিয়ার সম্ভাব্য শুরুর একাদশকার্লোস ল্যাম্পে, হোসে স্যাগ্রেদো, লুইস হাকুইন, আদ্রিয়ানো জুসিনো, হেসুস স্যাগ্রেদো, লেওনেল জাস্তিনিয়ানো, ময়সেস ভিলারোয়েল, এরউইন সাভেদ্রা, হুয়ান কার্লোস আর্ক, রদ্রিগো রামাল্লো/রামিরো ভাকা এবং মার্সেলো মোরেনো মার্টিনস।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশী মারা গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে
- চুপ্পুকে সরিয়ে জাতীয় নির্বাচনে আগে নতুন রাষ্ট্রপতি চান পিনাকি
- PSG বনাম ইন্টার মায়ামি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ ম্যাচ
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ম্যাচ প্রিভিউ, একাদশ ও ম্যাচ শুরুর সময়
- ৮ গোল: শেষ হলো বাংলাদেশ বনাম বাহারাইনের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা
- মাহিয়া মাহির মৃত্যু গুজব: সত্য ও মিথ্যার বিশ্লেষণ
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা দিল ডিএসই
- শান্তর পদত্যাগ, নতুন টেস্ট অধিনায়কত্বে এগিয়ে যিনি
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ৪-০ গোলে শেষ হলো ম্যাচ
- কফিনবন্দি হয়ে ফিরলেন ফখরুল, চোখের জলে ভেসে গেল শেষ বিদায়
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: বৃষ্টির কারণে বন্ধ দ্বিতীয় টেস্ট ম্যাচ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে পাঁচ কোম্পানি
- ফিফা ক্লাব বিশ্বকাপ : দ্বিতীয় পর্ব নিশ্চিত ১৬ দলের, সময় সূচি প্রকাশ
- বাজারে সামগ্রিক মন্দার মাঝেও বস্ত্র খাতের ৫ কোম্পানির চমক
- বিনিয়োগকারীদের জন্য তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা