ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

তাসকিনের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির বিষয়ে ক্ষেপলেন নান্নু

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৯ ১৩:৫০:৫৫
তাসকিনের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির বিষয়ে ক্ষেপলেন নান্নু

বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে পেসার হিসেবে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদকে। চার জনের মধ্যেই তিনজনই রয়েছেন খেলার মধ্যে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম চার ম্যাচই নিয়মিত একাদশে ছিলেন শরিফুল। শেষ ম্যাচে তাঁকে সরিয়ে রাখা হয় সাইফউদ্দিনকে।

নিউজিল্যান্ড সিরিজে শরিফুলের খেলা না হলেও খেলছেন বাকি দুই পেসার। তবে বিগত দুই সিরিজ থেকেই একাদশে নেই তাসকিন। বিশ্বকাপের দলে তাঁকে রাখলেও কোন প্রস্ততি ছাড়াই বড় মঞ্চের টুর্নামেন্টের দলে তাঁকে রাখাটা কতটা যুক্তিগত সেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন নির্বাচক নান্নু। সেই প্রশ্নের জবাব অবশ্য কড়াভাবেই দিলেন এই প্রধান নির্বাচক।

“প্রস্তুতি কিভাবে নেই? ওরা কী অনুশিলনের মধ্যে নেই? তাসকিন কী জিম্বাবুয়ে সিরিজ খেলেনি? দেড় মাসে আগে খেলেছে তো কী হয়েছে? ওরা তো ইনজুরিতে পড়েনি। ও তো ধারাবাহিক অনুশীলনের মধ্যে রয়েছে। এতো স্পেশালিষ্ট কোচ আছে। তাঁরা দেখভাল করছে। তারপরও প্রস্তুরির মধ্যে নেই।”

তিনি আরও যোগ করেন, “আমরা সবাই মিলে কিন্তু স্কোয়াডটা রেডি করি। কোথায় কি দরকার হয় সেটা নিয়েি আগাই। আমরা যথেষ্ট আত্মবিশ্বাস এই প্লেয়ারদের উপরে।”

একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি।

স্ট্যান্ডবাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ