ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

এক পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৯ ১৪:৪৫:০৭
এক পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের ৪র্থ টি-২০ ম্যাচে জয় পেলে দুঃসংবাদ বিশাল এসেছে বাংলাদেশ শিবিরে। বোলিং করার সময় ইঞ্জুরিতে পরেন সাইফ উদ্দিন, তাতে আর ম্যাচে বোলিং করতে পারেন নি তিনি।

ঘটনা ঘটে ম্যাচের ১৪তম ওভারের শেষ বলে। বল করার পর বল ধরতে গিয়ে সেটা ফসকে বেরিয়ে যায়, তাতে দেখা যায় তার হাত থেকে রক্ত বের হতে।এরপর মাঠের বাইরে তাকে নিয়ে চলে কিছুক্ষণ পর আবারও মাঠে ফিরে আসেন তিনি। এসে আরও এক ওভার বোলিং করেন। ইনজুরিতে পরলেও ফিরে আসায় কেটে গেছে শঙ্কা তবে পরবর্তী ম্যাচে তাকে নামানো হবে কিনা সেটা একটা সংশয়। যেহেতু বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করেছে তাই আগামী ম্যাচে তাকে বিশ্রামও দেয়া হতে পারে। যদি তাকে বিশ্রাম দেয়া হয় তবে তার বদলে জায়গা পেতে পারে শরিফুল ইসলাম। আর নয়ত অপরিবর্তিত একাদশই থাকবে।

তাকে নিয়ে বিসিবি চিকিৎসক জানিয়েছে ভয়ের কোন কারন নেই, চোট গুরুতর নয়। বিশ্রামেই সেরে যাবে।সিরিজের শেষ ম্যাচে নিশ্চিত ভাবেই থাকছেন না সৌম্য সরকার। গতকাল সকালে অনুশীলন করতে গিয়ে চোট পান তিনি। সিরিজের শেষ ম্যাচে না থাকলেও বিশ্বকাপ স্কোয়াডে ঠিকই থাকবেন, ইনজুরি ততটাও গুরুতর নয় তার।

কিউইদের বিপক্ষে এর আগে কখনও টিটুয়েন্টি ম্যাচে জয়ই পায় নি বাংলাদেশ। সেখান থেকে এবারের ৫ ম্যাচ সিরিজে মাত্র ৪ ম্যাচ শেষ হতে না হতেই সিরিজ নিশ্চিত করে নিলো টাইগাররা।

টিটুয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের মাঠে অজিদের ও কিউইদের সিরিজ হারানো বাড়তি আত্মবিশ্বাস যোগাবে সেটা বলাই যায়।

৫ম ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড :

মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন/শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ