ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

বিশ্বকাপের আগে পাপনকে আশ্বস্ত করেছেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১০ ২২:১৩:১৬
বিশ্বকাপের আগে পাপনকে আশ্বস্ত করেছেন সাকিব

আর কয়দিন পরই আইপিএলে খেলতে সাকিব উড়াল দেবেন সংযুক্ত আরব আমিরাতে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ শেষ করার আগে আর দেশে ফেরা হবে না। দলের বড় তারকাকে কাছে পেয়ে বিসিবি সভাপতি তাই বিশ্বকাপ ইস্যুতে জরুরী আলোচনা সেরে ফেললেন।

পাপন বলেন, ‘সাকিবের সাথে কথা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা তা ঠিকঠাক করতে পারিনি। দেড়টা বছর আসলে আমাদের যা যা পরিকল্পনা মাথায় ছিল তা করতে পারিনি। কিন্তু অনেক দেশ করতে পেরেছে। সুতরাং এটা একটা সমস্যা ছিল। আমাদের দেশে কাউকে আনা কিংবা অন্য দেশে গিয়ে আমাদের খেলা, এগুলো নিয়ে একটু সমস্যা ছিল।’

পাপন মনে করেন, বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি আশানুরূপ হয়নি। তবে সাকিব তাকে আশ্বস্ত করেছেন, এবার বাংলাদেশের ভালো সুযোগ আছে। এই আশ্বাসে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিসিবি সভাপতি, তা স্পষ্ট পাপনের বক্তব্যেই।

তার ভাষায়, ‘আমি বলব না প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে। আমাদের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী হয়নি। তারপরও আমি মনে করি কিছুটা করতে পেরেছি এবং সেটা ভালোভাবেই করেছি। সাকিব আমাকে বলেছে, আমাদের ভালো সুযোগ আছে এবার। সাকিবের মত খেলোয়াড় যখন বলে এবার ভালো সুযোগ আছে তার মানে দলের উপরও তার আত্মবিশ্বাস আছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ