ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে র‍্যাংকিংয়ে বড় লাফ দিলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১০ ২৩:১০:১৩
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে র‍্যাংকিংয়ে বড় লাফ দিলো বাংলাদেশ

গত ৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরাজয়ের স্বাদ দিয়ে বাংলাদেশ উঠে আসে র‍্যাংকিংয়ের ছয়ে। এর আগে টাইগারদের অবস্থান ছিল দশম স্থান, যার কারণে সপ্তম বিশ্বকাপ আসরে খেলতে হবে প্রথম পর্ব বা কোয়ালিফায়িং রাউন্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩-২ ব্যবধানে জেতা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২৪২। অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে পিছিয়ে ২ পয়েন্টে, দলটির রেটিং ২৪০। বাংলাদেশের ওপরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২৪৬।

যথারীতি এই টেবিলের শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশের কাছে সিরিজ হেরে অবশ্য পয়েন্ট কমেছে কিউইদের।

র‍্যাংকিংয়ের সপ্তম স্থানে থাকা অস্ট্রেলিয়ার পর ক্রমানুযায়ী অবস্থান আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ অবশ্য এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরিই খেলবে। বাংলাদেশের মত প্রথম রাউন্ডে কোয়ালিফাই করতে হবে এশিয়ার পরাশক্তি দেশ শ্রীলঙ্কাকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ