ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

বাতিল ভারত ও ইংল্যান্ড টেস্ট ম্যাচ বিশাল ক্ষতির মুখে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১১ ১২:৫৯:২৩
বাতিল ভারত ও ইংল্যান্ড টেস্ট ম্যাচ বিশাল ক্ষতির মুখে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

বিভিন্ন সূত্র জানাচ্ছে, সংখ্যাটা ৪০ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫০ কোটি টাকার কম নয় আদৌ। সে সমস্যা সমাধানেই এবার ইংলিশ বোর্ডের সঙ্গে আলোচনায় নামছেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি।

চলতি মাসের ২২ তারিখেই ইংল্যান্ডে যাচ্ছেন সৌরভ। সেটা অবশ্য ব্যক্তিগত কারণে। তবে টাইমস অফ ইন্ডিয়া বিসিসিআইয়ের বিশেষ সূত্র ধরে জানাচ্ছে, ইসিবি প্রধান টম হ্যারিসন ও ইয়ান ওয়াটমোরের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতীয় বোর্ড প্রধান।

সেক্ষেত্রে বাতিল হওয়া টেস্টটি পরের বছর আয়োজনের কথা বলা হতে পারে বলে জানা যাচ্ছে। সেই বিষয়েই বিভিন্ন খুঁটিনাটি আলোচনা করতে ইসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সারবেন সৌরভ।

ইংলিশ সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টস জানাচ্ছে, ইসিবি প্রায় ৪০ মিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় ৪৫০ কোটি টাকারও অধিক) পাউন্ডের মতো ক্ষতির সম্মুখীন হতে চলেছে। যার ৩০ মিলিয়ন আসতো ব্রডকাস্টারদের কাছ থেকে আর বাকি অংশ ইসিবির কোষাগারে আসতো টিকিট বিক্রির টাকা থেকে।

আর এই বিপুল ক্ষতির হাত থেকে ইসিবিকে রক্ষা করতে বিসিসিআই একটি টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে বলেই শুক্রবার জানান হ্যারিসন। তবে সেটা এই সিরিজের অংশ হিসেবে ধরা হবে না বলে জানান ইসিবি কর্তা।

স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি যতদূর জানি ওটা আলাদা এক টেস্ট হিসাবেই খেলা হবে। আমাদের আরও বেশ কিছু বিকল্প প্রস্তাবও দেওয়া হয়েছে, সেইগুলিকে খুটিয়ে দেখব আমরা। খুব খারাপ একটা সময়ে এটাই একমাত্র যা একটু ভাল খবর।’

২০২২ সালের জুলাই মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে আবারও ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেই সময় ম্যানচেস্টারেই আবার টেস্টটি খেলার পরিকল্পনা করা হচ্ছে। আলাদা টেস্ট হিসেবেই যদি সেই টেস্ট খেলা হয়, তবে বর্তমান পরিস্থিতিতে সিরিজ জয়ী হিসাবে ভারতের নামই ঘোষণা করার কথা, কোহলির দল যে এগিয়ে আছে ২-১ ব্যবধানে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ