ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

বিশ্বকাপে সিনিয়রদের ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় জুনিয়রদের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১১ ১৬:১৮:২০
বিশ্বকাপে সিনিয়রদের ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় জুনিয়রদের

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৮টি উইকেট শিকার করেছিলেন নাসুম। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তো টম ল্যাথামের সাথে যৌথভাবে সিরিজ সেরা খেলোয়াড়ই নির্বাচিত হয়েছেন এই বাঁহাতি স্পিনার। সিরিজ জয়ের পরদিন বিডিক্রিকটাইমকে দেওয়া সাক্ষাৎকারে নাসুম জানান তিনি এই দুই সিরিজ উপভোগ করেছেন।

নাসুম বলেন, “নিউজিল্যান্ডকে ডুবাইছি কিনা জানি না, ভালো করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ সাফল্য পেয়েছি। আমার বোলিং ও ফিল্ডিং উপভোগ করেছি।”

ঘরের মাঠের এই দুই সিরিজে উইকেট পাওয়ার আরেক কারণ হিসেবে নাসুম দেখেন, দুই দলের খেলোয়াড়রাই সাকিব আল হাসানকে দেখেশুনে খেলার টার্গেট করেছিলেন এবং নাসুমের বলে আক্রমণ করা লক্ষ্য ছিল তাদের। ফলে নাসুমকে অযথা আক্রমণ করতে গিয়ে তারা উইকেট হারিয়ে বসেছেন।

এই বাঁহাতি স্পিনার বলেন, “একটা দলে দুইজন বাঁহাতি স্পিনার থাকলে দেখা যায় প্রতিপক্ষ যেকোনো একজনকে টার্গেট করে। ওরা সাকিব ভাইকে টার্গেট করেছিল আর আমাকে আক্রমণ করে খেলতে চেয়েছিল। সেইজন্য আলহামদুলিল্লাহ আমি উইকেট পেয়ে গেছি।”

বিশ্বকাপে সিনিয়ররা অবশ্যই ভালো করবে এবং জুনিয়রদের লক্ষ্য থাকবে সিনিয়রদের চেয়েও ভালো করার। নাসুমের ভাষায়, “আমরা সবাই বিশ্বকাপে ভালো করব, ইনশাআল্লাহ। সিনিয়ররা তো পারফর্ম করবেই, আমাদেরও চেষ্টা থাকবে তাদের চেয়েও ভালো খেলার।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ