ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ব্রেকিং নিউজ: চমক দিয়ে নিজের পছন্দের সর্বকালের সেরা আইপিএল একাদশ ঘোষণা করলেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৪ ১৩:৫৬:০৮
ব্রেকিং নিউজ: চমক দিয়ে নিজের পছন্দের সর্বকালের সেরা আইপিএল একাদশ ঘোষণা করলেন সাকিব

ওপেনিংয়ে সাকিব বেছে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা আর সানরাইজার্স হায়দারাবাদের ডেভিড ওয়ার্নারকে। তিন নম্বরে রেখেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলিকে। চার, পাঁচ আর ছয় নাম্বারে জায়গা পেয়েছেন যথাক্রমে সুরেশ রায়না , মহেন্দ্র সিং ধোনি ও লোকেশ রাহুল। মিডল অর্ডারে এই তিন ভারতীয়কেই উপযুক্ত মনে করেছেন সাকিব।

সাকিবের একাদশের সাত নম্বরে জায়গা পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সাকিবের একাদশে অলরাউন্ডার আছেন আরও একজন, তিনি রবীন্দ্র জাদেজা। আট নম্বরে জাদেজাকে রেখেছেন সাকিব। স্পেশালিস্ট কোনো স্পিনার নেই সাকিবের একাদশে, পেসার আছেন তিনজন। লাসিথ মালিঙ্গা, জসপ্রিত বুমরাহ ও ভুবেনশ্বর কুমারকে পেস বোলিং ইউনিটে রেখেছেন সাকিব। দলের উইকেটরক্ষক ও অধিনায়ক হিসেবে সাকিব বেছে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে।

সাকিবের একাদশের কমবেশি সবারই আইপিএল ক্যারিয়ার দারুণ। রোহিত শর্মা ৫টি আইপিএল শিরোপা জিতে এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে সফল অধিনায়ক। ওয়ার্নার করেছেন বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রান। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক কোহলিই, ৬০০০+ রান করা একমাত্র ব্যাটসম্যানও তিনি।

আবার ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে জিতেছেন তিনটি শিরোপা। আইপিএল ইতিহাসের দ্রুততম (১৪ বলে) হাফ সেঞ্চুরির মালিক রাহুল। অন্যদিকে আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি উইকেটশিকারী পেসার লাসিথ মালিঙ্গা, উইকেট তুলেছেন ১৭০টি।

একনজরে সাকিবের সেরা আইপিএল একাদশ : রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না , মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক ও অধিনায়ক), লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জসপ্রিত বুমরাহ ও ভুবেনশ্বর কুমার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ