ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

বিশ্বকাপ ধরে রাখার শতভাগ চেষ্টা করব : আইচ মোল্লা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৪ ১৯:৪৪:৫৫
বিশ্বকাপ ধরে রাখার শতভাগ চেষ্টা করব : আইচ মোল্লা

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২২২ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে শতক হাঁকান আইচ মোল্লা।

১৩০ বলের মোকাবেলায় ৮টি চার ও ৪টি ছক্কায় গড়া আইচের ১০৮ রানের ইনিংসই বাংলাদেশকে এনে দেয় জয়ের ভিত। বড় লক্ষ্য তাড়া করতে নেমে আফগানদের ইনিংস থামে মাত্র ১০১ রানে। ১২১ রানের বিশাল জয়ের পর আইচ জানান, যুব বিশ্বকাপে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে বদ্ধপরিকর বর্তমান দল।

২০২০ সালের ফেব্রুয়ারিতে আকবর আলীর নেতৃত্বে শরিফুল-শামীমরা বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের প্রথম শিরোপা অর্জন করেছিলেন। আগামী বিশ্বকাপ তাই বাংলাদেশের জন্য বিশ্বকাপ ধরে রাখার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে জয়ী হতে আশাবাদী মঙ্গলবারের জয়ের নায়ক আইচ।

তিনি বলেন, ‘অবশ্যই, আমরা শতভাগ চেষ্টা করব। আমাদের জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করব। সবাইকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি। দোয়া করবেন যেন খেলাটা ধরে রাখতে পারি।’

শতকের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আইচ কৃতিত্ব দিয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলকে। তিনি জানান, ‘খুবই ভালো লাগছে। অনেক দিন পর খেলার সুযোগ পেয়েছি। আমাদের এটা প্রথম সিরিজ। সেঞ্চুরি করেছি, খুবই ভালো অনুভূতি। কোচরা আমাদের নিয়ে অনেক পরিশ্রম করেছেন। এগুলো অনেক ভূমিকা রেখেছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ