ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

কলকাতার কাছে বিশাল লজ্জার হারের পরও দারুণ খুশি কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২১ ১০:২৯:৫৩
কলকাতার কাছে বিশাল লজ্জার হারের পরও দারুণ খুশি কোহলি

কলকাতা নাইট রাইডার্সের লেগ স্পিনার ৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট নেন। ম্যাচের সেরা বরুণের কাছে আত্মসমর্পণ করেছেন কোহলি। সেই বরুণ কোহলির মুখে হাসি ফুটিয়ে তুলছেন।

আর তার কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বরুণ রয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে। তাঁর জন্যই বিশ্বকাপ নিয়ে বাড়তি আশাবাদী কোহলী। বলেন, ‘বরুণ দারুণ বল করল। ভারতের হয়ে যখন ও খেলবে, বিরাট ভূমিকা নেবে। খুব শিঘ্রই ও দেশের হয়ে খেলবে। এটা খুব ভাল লক্ষণ।’

দলের বড় হার নিয়েও আইপিএল-এ শেষ বার অধিনায়কত্ব করতে নামা কোহলির বক্তব্য, ‘এই হার আমাদের চোখ খুলে দেবে। দ্বিতীয় পর্বের শুরুতেই এটা হয়ে যাওয়ায় ভাল হল। বুঝতে পারলাম কোথায় কোথায় ভুল হয়েছে। দু’-একটা ম্যাচে তো হার হতেই পারে। এটা খেলার অঙ্গ।’

কোহলি আরো বলেন, ‘‘আমাদের পেশাদার মানসিকতা নিয়ে খেলতে হবে। নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে হবে। পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী। হয়ত মানিয়ে নিতে একটা ম্যাচ লাগল। আশা করি, মানিয়ে নিতে দুটো ম্যাচ লাগবে না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ