ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৫ রানেই থামলো হায়দরাবাদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৩ ২১:৫২:০২
সাকিবের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৫ রানেই থামলো হায়দরাবাদ

সাকিবের মতো এদিন দুর্দান্ত ছিলেন কলকাতা নাইট রাইডার্সের বাকি বোলাররাও। সাকিব-বরুণ চক্রবর্তীদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১১৫ রান সংগ্রহ করে হায়দরাবাদ। জয়ের জন্য কলকাতার লক্ষ্য মোটে ১১৬ রান।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি হায়দরাবাদ। ইনিংসের প্রথম ওভারে টিম সাউদির বলে সাজঘরে ফেরেন ঋদ্ধিমান সাহা। ভালো করতে পারেননি জেসন রয়ও। তবে ১৬ রানে ২ উইকেট হারানোর পর হায়দরাবাদের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন কেন উইলিয়ামসন।

পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে বোলিংয়ে আসেন সাকিব। সেই ওভারের পঞ্চম বলে দ্রুত গতিতে রান নিতে গেলে দুর্দান্ত থ্রোতে ২৬ রান করা উইলিয়ামসনকে রান আউট করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। নিজের প্রথম ওভারে ৪ রান দিয়েছেন সাকিব।

প্রথম দুই ওভারে দারুণ বোলিং করলেও উইকেটশূন্য ছিলেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। তবে নিজের তৃতীয় ওভারে এসে অভিষেক শর্মাকে ফিরিয়ে সংযুক্ত আরব আমিরাতে পর্বে নিজের প্রথম উইকেট তুলে নেন সাকিব। বাঁহাতি এই স্পিনারের বলে স্টেপ আউট করে খেলতে এসে আউট হয়েছেন অভিষেক।

এরপর বরুণ-সুনীল নারিন ও সাউদিরা হায়দরাবাদের ব্যাটসম্যানদের চেপে ধরে। মাঝের দিকে প্রিয়াম গার্গ ও আব্দুল সামাদ মিলে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করলেও খুব বেশি ফলপ্রসূ হয়নি। হায়দরাবাদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে সামাদের ব্যাট থেকে। এ ছাড়া গার্গ করেছেন ২১ রান। কলকাতার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মাভি, সাউদি ও বরুণ।

সংক্ষিপ্ত স্কোর:

সানরাইজার্স হায়দরাবাদ - ১১৫/৮ (ওভার ২০) (উইলিয়ামসন ২৬, রয় ১০, সামাদ ২৫, গার্গ ২১, সাকিব ১/২০, সাউদি ২/২৬, মাভি ১/২৯, বরুণ ২/২৬)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ