ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সবাইকে অবাক করে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা পাঁচ ক্রিকেটারের নাম জানালেন ম্যাক্সওয়েল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৪ ২১:০১:২১
সবাইকে অবাক করে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা পাঁচ ক্রিকেটারের নাম জানালেন ম্যাক্সওয়েল

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বে যে কয়েকজন আলোচিত তারকা রয়েছেন তাদের অধ্যে অন্যতম একজন হলেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। নিজের ক্রিকেট ক্যারিয়ারে ওয়ানডে কিংবা টেস্ট থেকে বেশ খানিকটা বেশি সমৃদ্ধ করেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে।

এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন দল কিংবা ক্রিকেটারদের নিয়ে যখন কাটাছেড়া চালাচ্ছেন বিশ্লেষকরা তখন আলোচিত অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বাছাই করেছেন বিশ্বর সেরা পাঁচ টি-টোয়েন্টি তারকা। যেখানে আবার ঠাই মিলেনি ক্রিস গেইল কিংবা এবি ডি ভিলিয়ার্সদের!

ম্যাক্সওয়েলের বাছাই করে বিশ্বের সেরা পাঁচ টি-টোয়েন্টি তারকার মধ্যে রয়েছেন একজন স্পিনার, একজন উইকেটরক্ষক, দুইজন অলরাউন্ডার এবং একজন পেসার।

গ্লেন ম্যাক্সওয়েল সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে স্পিনার হিসেবে বাছাই করেছেন রশিদ খানকে। আফগান এই স্পিনার এখন পর্যন্ত টি-টিয়েন্টি ক্রিকেটে ২৮২ ম্যাচ খেলে নিয়েছেন ৩৮৯ উইকেট। আন্তর্জাতিক অঙ্গনে ৫১ ম্যাচে তার দখলে রয়েছে ৯৫ উইকেট।

অলরাউন্ডার হিসেবে এই পাঁচ ক্রিকেটারের মধ্যে রয়েছেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান এই তারকা গোটা বিশ্বেই টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে পরিচিতি লাভ করেছেন ধীরে ধীরে। ৩৮২ টি-টোয়েন্টি ম্যাচে ৬৪০৫ রানের পাশাপাশি বল হাতে ৩৪০ উইকেট নিয়েছেন রাসেল।

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস রয়েছেন সেরা পাঁচ ক্রিকেটারের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে। ১৪৮ ম্যাচে ২৮৬৫ রান করার পাশাপাশি ৮৬টি উইকেট দখলে রয়েছে স্টোকসের। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে স্বেচ্ছায় বিরতি নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট রয়েছেন এই তালিকায়। ক্যারিয়ারের পড়তির দিকে এসে টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট দেখেছেন অন্যতম সেরা সাবেক এই উইকেটরক্ষক। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০২ ম্যাচে তার সংগ্রহ ২৬২২ রান।

একমাত্র পেস বোলার হিসেবে সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে রয়েছেন সাবেক অজি গতি তারকা শন টেইট। আন্তর্জাতিক অঙ্গনে ২১টি টি-টিয়েন্টি ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন তিনি। সর্বমোট ১৭১ টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ২১৮ উইকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ