ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ডিফেন্ডার যখন ‘গোলমেশিন’ পরিণত হয়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১১ ২১:২৫:৩২
ডিফেন্ডার যখন ‘গোলমেশিন’ পরিণত হয়

রোনাল্ড কোম্যান, ড্যানিয়েল প্যাসারেল্লা, ফার্নান্দো হিয়েরো, লরা ব্লা ও গ্রাহাম আলেক্সান্ডার

অবাক করা বিষয় হচ্ছে, ডিফেন্ডারদের আক্রমণাত্মক মনোভাবে কিন্তু উল্লেখযোগ্য সাফল্য এনে দিচ্ছে। ব্রিটিশ প্রচারমাধ্যম গার্ডিয়ান একবার একটা প্রতিবদনে জানিয়েছিল ম্যাচ নির্ধারক গোল করার ক্ষেত্রে স্ট্রাইকারদের চেয়ে ডিফেন্ডাররা এগিয়ে!

এবং সেটা ন্যূনতম ব্যবধানের ম্যাচগুলোতে। গত কয়েক মৌসুমজুড়ে এমন দৃশ্য ফুটবলপ্রেমীরা বেশ কয়েকবার দেখেছেন সার্জিও রামোসের কল্যাণে। ৮০ থেকে ৯০ মিনিট পর্যন্ত সময়টা তো 'রামোস টাইম' বলেও শিরোনাম হয়েছে প্রচারমাধ্যমে।

রামোস অনেকদিন ধরে মাঠে নেই। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন তিনি। চোটের কারণে তার অভিষেকের কোনো নামগন্ধ নেই। কিন্তু পিএসজিতে আছেন আরেক 'রামোস'। তিনি আশরাফ হাকিমি।

ডিফেন্ডার হলেও ক্যারিয়ারের শুরু থেকেই আক্রমণাত্মক মরোক্কান তারকা। এমন অনেক ডিফেন্ডারদের দেখা গেছে। এই তালিকায় সবার ওপরে আছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। দেখে নেওয়া যাক সেইসব ডিফেন্ডারকে যাদের 'স্ট্রাইকার' বলাটা অমূলক হবে না।

১. রোনাল্ড কোম্যান: অনেক সময় পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে কোচদের আস্থা থাকে ডিফেন্ডারদের ওপর। কোম্যান তো লা লিগায় টানা সর্বোচ্চ ২৫টি পেনাল্টি গোল করার রেকর্ডটা এখনো ধরে রেখেছেন। পুরো ক্যারিয়ারে স্পট কিক থেকে ৯৯টি গোল করেছেন ডাচ ডিফেন্ডার। সবমিলিয়ে এই ডিফেন্ডারের গোল ২৫৩। যা ফুটবলের ইতিহাসে কোনো ডিফেন্ডারের সর্বোচ্চ গোল।

২. ড্যানিয়েল পাস্যারেল্লা: কোম্যানের পরের স্থানটা পাস্যারেল্লার। ইতালিয়ান ফুটবল হলেও তার ক্যারিয়ারের সেরা সময়টা কেটেছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে। নিজের সময়ে ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন তিনি। ডিয়েগো ম্যারাডোনার চোখে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন পাস্যারেল্লা ছিলেন সেরা ফুটবলার। ইতালিয়ান কিংবদন্তি ডিফেন্ডার ক্যারিয়ার শেষ করেছেন ১৭৫ গোলে।

৩. ফার্নান্দো হিয়েরো: মিডফিল্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন হিয়েরা। কিন্তু পরবর্তীতে ডিফেন্ডার হিসেবে পথচলা শুরু করেন রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩২ বছরের অপেক্ষা ঘুচিয়ে রিয়াল জেতে চ্যাম্পিয়নস লিগের সপ্তম শিরোপা (১৯৯৭-৯৮)। ওই মৌসুমে লা লিগাতে ৩০ গোল করেছিলেন হিয়েরা। শুধু তাই নয়, স্পেনের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা তিনি। সবমিলিয়ে তার গোল ১৬৩টি।

৪. লরা ব্লা (১৫২): লরা ব্লাকে সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন ভাবা হয়। শুধু রক্ষণ নয়, আক্রমণেও দুর্দান্ত ফরাসি এই কিংবদন্তি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ফ্রান্স জেতে বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ। ১৫২ গোল করে বুট জোড়া তুলে রাখেন পিএসজির সাবেক কোচ।

৫. গ্রাহাম আলেক্সান্ডার (১৩০): ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন আলেক্সান্ডার। পরবর্তীতে স্কটল্যান্ডের হয়ে খেলেন এই রাইট ব্যাক। নিজের সময়ে পেনাল্টির রাজা হয়ে উঠেছিলেন তিনি। তার ১৩০ গোলের ৫৭টি এসেছে স্পট কিক থেকে।

আলেক্সান্ডারের সমান ১৩০টি গোল করেছিলেন রোজারিও সেনি-ও। সাও পাওলোর এই কিংদন্তি পেনাল্টি এবং ফ্রি-কিক নিতে বেশ পারদর্শী ছিলেন। এ ছাড়া ডিফেন্ডার হলেও উল্লেখযোগ্য গোল করে আলোচনায় ছিলেন হোসে লুইস চিলাভার্ট (৬২), জনি ভেগাস (৪৫), ডিমিতার ইভাঙ্কোভ (৪৩), রেনে হিগুইতা (৪১) এবং জর্জ ক্যাম্পস (৪০)।

বর্তমানে খেলা ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে বেশি গোল রামোসের। ক্যারিয়ারে ১২৭টি গোল করেছেন স্প্যানিশ কিংবদন্তি ডিফেন্ডার। রিয়ালের প্রাক্তন ডিফেন্ডারের পেছনে আছেন আলেক্সান্ডার কোলারভ (৬২), জেরার্ড পিকে এবং জান ভেরটঙ্ঘেন (৫৫)। আলোচনার সূত্রপাত যিনি সেই ২২ বছর হাকিমি ইতোমধ্যে ২০ গোল করে ফেলেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ