ঢাকা, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি, আ.লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী আটক

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ২৭ ০৯:১৬:৩৩
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি, আ.লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী আটক

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ছয়জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন:

যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম (৩২)।

মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা (৪২)।

মায়ানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪)।

খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ (৪৮)।

খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮)।

মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪)।পুলিশের বক্তব্য

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, “সরাইপাড়া এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখানে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে জড়ো হতে দেখে আটক করে থানায় নিয়ে আসা হয়।”

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সোমবার বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। পরে মঙ্গলবার দুপুরে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিন্ময়ের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। তার মুক্তির দাবিতে আন্দোলন আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে