ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নেতার প্রোফাইলে খালেদা জিয়ার ছবি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ০৮ ১০:৫৪:৩৪
আওয়ামী লীগ নেতার প্রোফাইলে খালেদা জিয়ার ছবি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে এক ব্যতিক্রমী ঘটনায়। আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম পিন্টুর ফেসবুক প্রোফাইল ও কাভার ফটোতে হঠাৎই ভেসে ওঠে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি। এ ঘটনায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

প্রোফাইল বদলের রহস্য

গত বছরের ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পিন্টুর ফেসবুক প্রোফাইলে এই পরিবর্তন লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, ২১ আগস্ট তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছবিও পোস্ট করেন। এর মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ স্থানীয় বিএনপি নেতারা। এমন ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের মধ্যে প্রশ্ন ওঠে—পিন্টু কি আদতে দল বদলের ইঙ্গিত দিচ্ছেন?

বিএনপির প্রতিক্রিয়া

এ প্রসঙ্গে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা জানান, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের কোনো নেতাকে দলে অন্তর্ভুক্ত করা যাবে না। তবে পিন্টুর বিএনপিতে যোগ দেওয়ার ব্যাপারে তার কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই।

পিন্টুর সাফাই

অপরদিকে, মাজহারুল ইসলাম পিন্টু দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং তিনি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার ভাষ্যমতে, দীর্ঘদিন ধরেই তার আইডি থেকে অজানা কেউ এসব পোস্ট দিচ্ছে। তিনি স্পষ্টভাবেই জানান, একসময় ছাত্রদল করলেও গত এক যুগ ধরে তিনি আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং এখনও দলেই রয়েছেন।

গুঞ্জন ও সন্দেহ

এই ঘটনাকে কেন্দ্র করে মির্জাপুরের রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন, পিন্টুর অতীত রাজনৈতিক পরিচয়ের কারণেই হয়তো এমন ঘটনা ঘটছে, আবার কেউ মনে করছেন, এটি তার ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানের বদলের ইঙ্গিত।

এই বিতর্কের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে—এটি কি নিছকই একটি প্রযুক্তিগত বিভ্রাট, নাকি রাজনৈতিক অঙ্গনে বড় কোনো পরিবর্তনের আভাস? সময়ই হয়তো বলবে সত্যিটা কী, তবে আপাতত মির্জাপুরের রাজনীতিতে এই ঘটনা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ