পিএসএলে লিটন, রিশাদ ও নাহিদের এনওসি নিয়ে যা জানালেন বিসিবি
আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে আসন্ন মৌসুমের সূচি ঘোষণা করেছে। এবারের আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানা দল পেয়েছেন। তবে তাদের খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার ওপর।
পিএসএলের সূচির সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের জিম্বাবুয়ে সফরের সময়সূচি সাংঘর্ষিক। একই সময়ে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। তাই এই তিন ক্রিকেটার যদি পিএসএলে খেলতে চান, তাহলে বিসিবির কাছ থেকে এনওসি নিতে হবে।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই প্রসঙ্গে কথা বলেন। তিনি জানান, এখন পর্যন্ত এই তিন ক্রিকেটার বিসিবির কাছে এনওসির জন্য আবেদন করেননি।
তিনি বলেন, ‘এখনও তারা কেউ (এনওসির জন্য) আবেদন করেনি। আমি যতটুকু জানি, তারা ছুটির জন্য দরখাস্ত করেনি। তারা যখন করবে, তখনই আমরা সিদ্ধান্ত নিতে পারব।’
পিএসএলে তিন বাংলাদেশি ক্রিকেটারের দল
এবারের পিএসএলে ছয় দলের মধ্যে তিনটি দলে খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা।
লাহোর কালান্দার্স: লেগ স্পিনার রিশাদ হোসেন এই দলে সুযোগ পেয়েছেন। তিনি সিলভার ক্যাটাগরি থেকে দলে অন্তর্ভুক্ত হয়েছেন।
পেশোয়ার জালমি: তরুণ পেসার নাহিদ রানা গোল্ড ক্যাটাগরি থেকে পেশোয়ারের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
করাচি কিংস: উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস সিলভার ক্যাটাগরি থেকে করাচি কিংসের স্কোয়াডে জায়গা পেয়েছেন।
যেহেতু জাতীয় দলের সিরিজ ও পিএসএল একই সময়ে অনুষ্ঠিত হবে, তাই বিসিবির সিদ্ধান্তই ঠিক করে দেবে লিটন, রিশাদ ও নাহিদের খেলার সুযোগ। যদি বিসিবি এনওসি প্রদান করে, তবে তারা পিএসএলে খেলতে পারবেন, অন্যথায় জাতীয় দলের দায়িত্ব পালন করতে হবে। এখন দেখার বিষয়, বিসিবি তাদেরকে ছাড়পত্র দেয় কি না এবং তারা শেষ পর্যন্ত পাকিস্তানে খেলতে যান কি না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তারেক রহমানের নির্দেশ বিএনপির মনোনয়নে বড় রদবদল: বাদ পড়লেন যারা
- প্রবাসীদেরইকামাফি নিয়ে দারুন সুখবর দিল সৌদি আরব
- ত্বকেই মিলবে লিভারের রোগের আভাস: এই ৪ লক্ষণ দেখা দিলে সাবধান
- লিভারের বিপদ বুঝবেন যেভাবে: ত্বকের ৪টি পরিবর্তন আজই চিনে নিন
- ILT20-গালফ জায়ান্টস বনাম দুবাই ক্যাপিটালস: সরাসরি Live দেখুন এখানে
- ILT20: ম্যাচসেরা হয়ে যত টাকা পেলেন মুস্তাফিজ
- সূচক কমলেও ডিএসইর ৪ শেয়ারে ক্রেতাদের উপচে পড়া ভিড়
- প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ২ জানুয়ারি নতুন পদ্ধতিতে হবে পরীক্ষা
- আইএল টি২০: সেরা ৫ উইকেট শিকারি বোলার তালিকা, জানুন মুস্তাফিজের অবস্থান
- চলছে রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন Live
- ILT20: শীর্ষ ৫ উইকেট শিকারি বোলারের তালিকা উল্টে পাল্টে দিলেন মুস্তাফিজ
- বিপিএল ২০২৫: ২০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ, টিকিট কাটবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি: রংপুর রাইডার্সবনাম রাজশাহী ওয়ারিয়র্স
- ২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন বার্তা: পরীক্ষার সূচিতে বড় পরিবর্তন?