ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

টানা হারে বিপর্যস্ত জালমি, বাবরের আশা এখন নাহিদ রানা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মে ০২ ১২:২৮:১৭
টানা হারে বিপর্যস্ত জালমি, বাবরের আশা এখন নাহিদ রানা

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একের পর এক হারের ধাক্কায় কাঁপছে পেশোয়ার জালমি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে বাবর আজমের দল জয় পেয়েছে মাত্র দুটি, হেরেছে চারটি। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর অবশেষে হুঁশ ফিরেছে অধিনায়ক বাবরের। দলে আসছে বড় পরিবর্তন—আর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশি স্পিড স্টার নাহিদ রানা।

বিদেশি লিগে প্রথমবার, সরাসরি বাবরের দলে!

নিজ দেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েছেন নাহিদ রানা। পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে পেশোয়ার জালমি তাকে দলে নেয়। তবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের টেস্ট সিরিজের কারণে শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।

ফলে তার অনুপস্থিতিতে ইংলিশ পেসার লুক উড-কে দলে নেয় পেশোয়ার, শুরুতে ৫ ম্যাচের জন্য, পরে তাকে পুরো মৌসুমের জন্য রেখে দেওয়া হয়। এতে স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা হয়নি নাহিদের। তবে টানা পরাজয়ে এখন সে সিদ্ধান্তও বদলাচ্ছে।

বাবরের ঘোষণা: "আসছে পরিবর্তন, নাহিদের জন্য দরজা খোলা!"

সবচেয়ে সাম্প্রতিক ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে স্পষ্ট বার্তা দিয়েছেন বাবর আজম:

"ছেলেরা চেষ্টা করছে, কেউ গা ছাড়া মনোভাব দেখাচ্ছে না। তবে জিততে হলে তিন বিভাগেই ভালো খেলতে হবে। এখনো আমরা দলের আসল শক্তিটা পাইনি। নাহিদ রানার দলে যোগ দেওয়া আমাদের জন্য একটা বাড়তি চয়েস।"

তিনি আরও বলেন:

"আলি রাজা ১৪০+ কিলোমিটার গতিতে বল করতে পারে, নাহিদও পারে। দুই প্রান্ত থেকেই এখন ভয়ংকর বোলিং অ্যাটাক গঠন করতে পারবো। আশা করি সামনের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো।"

নাহিদের গতি কি ঘুরিয়ে দেবে পেশোয়ারের ভাগ্য?

বাংলাদেশের এই তরুণ পেসার এরইমধ্যে নিজেকে একজন আগ্রাসী ও গতি-নির্ভর বোলার হিসেবে প্রমাণ করেছেন। বাবরের মতো অধিনায়কের দলে জায়গা পাওয়া এক বিশাল সুযোগ। বিশেষ করে যখন দল খারাপ সময় পার করছে, তখন নাহিদের মতো নতুন মুখ দলের জন্য হতে পারে বড় চমক।

পাকিস্তানি কন্ডিশন পেসারদের জন্য সহায়ক, আর সেটা যদি কাজে লাগাতে পারেন নাহিদ, তবে পিএসএলে অভিষেকেই নিজের জাত চিনিয়ে দিতে পারেন তিনি।

পেশোয়ার জালমির জন্য সময় এখন বড় কঠিন। টিম কম্বিনেশনে রদবদলের চেয়ে এখন জরুরি ফলাফল। আর সেই লক্ষ্যে বাবরের ভরসা এখন নাহিদ রানা। প্রশ্ন একটাই—এই স্পিডস্টার কি বাবরের ভরসা পূরণ করতে পারবেন?

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ