ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

বাংলাদেশ ইস্যু: ভারত-পাক ম্যাচের আগে মুখ খুলল শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ২৯ ১৬:৩৭:০৪
বাংলাদেশ ইস্যু: ভারত-পাক ম্যাচের আগে মুখ খুলল শ্রীলঙ্কা

ফেব্রুয়ারির শুরুতেই পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বিশ্ব ক্রিকেটের আঙিনায় বইছে উত্তপ্ত হাওয়া। একদিকে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ায় আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান, অন্যদিকে চিরপ্রতিবন্ধী ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ ঘিরে আয়োজক শ্রীলঙ্কায় চলছে নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি।

পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত সোমবারের মধ্যে

বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া এবং তার পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়টি সহজভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির এই সিদ্ধান্তকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে টুর্নামেন্ট বর্জনের হুঁশিয়ারি দিয়েছে তারা। পাকিস্তান আদৌ লঙ্কান ও ভারতীয় মাটিতে খেলতে আসবে কি না, তা নিয়ে ক্রিকেট মহলে চলছে জোর গুঞ্জন। পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে এই বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান পরিষ্কার করবে পাকিস্তান। বাবর-সালমানদের অংশগ্রহণ নিয়ে এই দোলাচলের মাঝেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে যাচ্ছে আয়োজক দেশগুলো।

কলম্বোয় ভারত-পাক দ্বৈরথ: নিরাপত্তায় থাকবে বিশেষ বাহিনী

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর মাঠে মুখোমুখি হওয়ার কথা এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তানের। এই মেগা লড়াইকে কেন্দ্র করে লঙ্কান ভূমিতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরির পরিকল্পনা করা হয়েছে। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছেন, টুর্নামেন্টটি নির্বিঘ্নে আয়োজন করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার।

নিরাপত্তার বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ পুলিশি প্রহরার বাইরেও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের সুরক্ষায় যে ‘এলিট কমান্ডো ইউনিট’ দায়িত্ব পালন করে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর পাহারায় এবার তাদেরই মোতায়েন করা হবে। বিশেষ করে ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি ঘিরে থাকবে বাড়তি সতর্কতা।

আঞ্চলিক বিরোধে শ্রীলঙ্কার ‘কূটনৈতিক’ অবস্থান

ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক ক্রিকেটীয় টানাপোড়েনে শ্রীলঙ্কা এত দিন কোনো মন্তব্য না করলেও অবশেষে মুখ খুলেছে দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি)। মূলত ভারত-বাংলাদেশের বিরোধের জেরে টাইগারদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা আইসিসি প্রত্যাখ্যান করে। এ প্রসঙ্গে বোর্ড সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে স্পষ্ট করেছেন তাদের নিরপেক্ষ অবস্থানের কথা।

তিনি বলেন, "ভারত, পাকিস্তান ও বাংলাদেশ—এই তিন দেশই আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। আমরা কোনো ধরনের আঞ্চলিক দ্বন্দ্বে জড়াতে চাই না এবং এ বিষয়ে কোনো পক্ষ নিচ্ছি না।" তবে দিসানায়েকে এও যোগ করেন যে, ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ করা হলে শ্রীলঙ্কা সব দেশের জন্যই প্রস্তুত থাকবে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই মহাযজ্ঞ। এখন ক্রিকেট বিশ্বের নজর সোমবারের দিকে, যেদিন জানা যাবে টুর্নামেন্টের অন্যতম দাবিদার পাকিস্তানের চূড়ান্ত ভাগ্য।

তানভির ইসলাম/

ট্যাগ: বাবর আজম পাকিস্তান ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ মহসিন নাকভি কলম্বো ক্রিকেট ICC T20 World Cup 2026 News PCB পাকিস্তান বিশ্বকাপ বয়কট ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তা টি-টোয়েন্টি বিশ্বকাপ সংবাদ পাকিস্তান কি বিশ্বকাপে খেলবে? শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বক্তব্য বান্দুলা দিসানায়েকে সুনীল কুমারা গামাগে এলিট কমান্ডো নিরাপত্তা ক্রিকেট আইসিসি বনাম বাংলাদেশ ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কার নিরপেক্ষ অবস্থান স্কটল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ India vs Pakistan Colombo security PCB Mohsin Naqvi decision Bangladesh excluded from World Cup Will Pakistan play T20 WC? Sri Lanka Cricket Board SLC statement Bandula Dissanayake interview Elite commando security Ind vs Pak India Pakistan 15 February match Scotland in T20 World Cup ICC Bangladesh controversy Pakistan boycott threat Sri Lanka Police

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ