বাংলাদেশ ক্রিকেট নিয়ে ফারিয়ার স্ট্যাটাস: হতাশা পেরিয়ে এখন সে সুখী

ব্যর্থতার ক্রিকেটে আর মন নেই, শান্তি খুঁজে পেয়েছেন অভিনেত্রী ফারিয়া
নিজস্ব প্রতিবেদক: এক সময় মাঠে বাংলাদেশের খেলা মানেই টিভির পর্দায় চোখ রেখে উত্তেজনায় কাঁপা বুক, জয় এলে আনন্দে চিৎকার, আর হেরে গেলে চোখের কোনে জল। সেই আবেগে গাঁথা ছিলেন অনেকেই। অভিনেত্রী শবনম ফারিয়াও ছিলেন তাদেরই একজন। কিন্তু সময় বদলেছে, দল বদলায়নি—বদলে গেছে ফারিয়ার অনুভব।
অভিনয়ে খানিক বিরতি নিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয় ফারিয়া। ভক্তদের সঙ্গে নানা বিষয় নিয়ে শেয়ার করেন নিজের ভাবনা, আবেগ আর অভিজ্ঞতা। বৃহস্পতিবার (২২ মে) তিনি দিলেন এমন এক স্ট্যাটাস, যেটা নিছক হতাশার ভাষ্য নয়, বরং নিজের জীবনে নতুন এক ‘স্বস্তির’ খোঁজের গল্প।
ফারিয়া লিখেছেন—
“দেখলেন? বিশ্বাস তো করেন নাই তখন, আমি আসলেই খেলা দেখা ছেড়ে দিসি! বাংলাদেশ টিমের এমন ‘দুর্দান্ত’ পারফরম্যান্সের পরও আমি এবার ক্রিকেট নিয়ে কোন স্ট্যাটাস দেই নাই! এখন আমি আগের চেয়ে অনেক সুখী!”
হ্যাঁ, ফারিয়া ক্রিকেট দেখা ছেড়েছেন। কারণ ক্রিকেট আর তাকে আনন্দ দেয় না, দেয় না গর্বের অনুভব। বরং হতাশা, রাগ আর ধৈর্যের সীমারেখা ছুঁয়ে যাওয়া ক্লান্তি—এই এখনকার বাংলাদেশ ক্রিকেট।
ফারিয়ার এই স্ট্যাটাস যেন হাজারো নিরব ভক্তের কণ্ঠস্বর। মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন, তারাও সেই পথের যাত্রী।
“আমি অনেক আগেই খেলা দেখা ছেড়ে দিসি। বুকে ব্যাথা অনুভব করতাম।”
“বাংলাদেশ ক্রিকেট টিমকে বয়কট করে দিছি আপু।”
“বাংলাদেশের খেলা দেখে আমি ডিপ্রেশনে চলে যাই।”
কারও কথায় দুঃখ, কারও কথায় রাগ, আবার কারও ভাষায় স্রেফ নিরাশার চাপা দীর্ঘশ্বাস। আর কেউ কেউ তো রীতিমতো কটাক্ষ করেই বসেছেন— ‘মায়ের দোয়া ক্রিকেট টিম’ বলেও বিদ্রুপ করেছেন জাতীয় দলকে।
হারতে হারতে গর্বও হারিয়েছেএই হাহাকারের পেছনে আছে বাস্তবতা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ২০০ রান করেও হার! তৃতীয় ম্যাচে ৭ উইকেটে ধরাশায়ী হয়ে সিরিজটাই হাতছাড়া।
বিব্রতকর শুধু হার নয়, ইতিহাসও। কারণ এক বছর আগেই, এই একই দিনে—২১ মে ২০২৪, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছিল টাইগাররা। আজ ঠিক এক বছর পর সেই দুঃখের প্রতিলিপি তৈরি হলো আমিরাতের বিপক্ষে।
ফিরে আসা নয়, সরে দাঁড়ানোর গল্পশবনম ফারিয়ার স্ট্যাটাস তাই কেবল একটি মতামত নয়—এ যেন এক প্রতীকি ঘোষণা। একজন ভক্তের, একজন নাগরিকের সরে দাঁড়ানো। ক্রিকেটকে ভালোবেসে যারা ভেঙেছেন, পোড়েছেন, তারা জানেন—এই সরে দাঁড়ানো কতোটা কষ্টের। কিন্তু এই কষ্টের মধ্যেই খুঁজে পাওয়া যায় স্বস্তির ছায়া।
আর সেই স্বস্তির নাম—"খেলা দেখা ছেড়ে দিয়েছি। এখন আমি আগের চেয়ে অনেক সুখী।"
এখন হয়তো জয় চাওয়ার বদলে মানুষ চায় একটু মানসিক শান্তি। কারণ পরাজয়ের মিছিল দীর্ঘ হলে, ভালোবাসার মানুষরাও একদিন মুখ ফিরিয়ে নেয়। এখনকার বাংলাদেশ ক্রিকেট দল যেন সেই অভিমানী ভালোবাসার গল্পের পরিণতি—যেখানে দর্শকরাই সিদ্ধান্ত নিচ্ছেন, খেলা নয়, এবার বাঁচি নিজের মতো করে।
শবনম ফারিয়ার মতো তারকার স্ট্যাটাস তাই নিছকই সোশ্যাল পোস্ট নয়—এটা এক সময়ের উন্মাতাল ভালোবাসার শেষ পঙক্তি।
তানিয়া বৃষ্টি/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম কলম্বিয়া: চলছে ম্যাচ, বাংলাদেশ থেকে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম প্যারাগুয়ে: বাংলাদেশ থেকে লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম কলম্বিয়া: কখন, কোথায়, কীভাবে লাইভ দেখবেন ম্যাচটি
- আর্জেন্টিনা বনাম কলম্বিয়া: শেষ মুহুর্তের নাটকীয় গেল, ৯০ মিনিটের খেলা শেষ
- ব্রাজিল বনাম প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা শেষ
- ব্রাজিল বনাম প্যারাগুয়ে: কখন, কোথায়, কীভাবে লাইভ দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা ১-১ কলম্বিয়া: লাল কার্ড, নাটক আর দারুণ প্রত্যাবর্তনে জমজমাট ড্র
- আর্জেন্টিনা বনাম কলম্বিয়া: সম্ভাব্য একাদশ, ম্যাচ শুরুর সময় ও পরিসংখ্যান
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের পেনাল্টি বিতর্ক, ফিফা স্বীকৃত রেফারি জানালেন সত্য
- এএফসি বাছাইয়ের পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খেলো বাংলাদেশ
- মাত্র ২৯-এ অবসর! নিকোলাস পুরানের হঠাৎ সিদ্ধান্তে শোক
- শান্ত বিদায়, বিসিবির চমক—ওয়ানডে অধিনায়ক মিরাজ!
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচসহ টিভিতে আজকের খেলা
- আর্জেন্টিনা বনাম কলম্বিয়া: বাংলাদেশ থেকে লাইভ দেখবেন যেভাবে
- মারা গেলেন মুক্তিযুদ্ধের সংগঠক মোস্তফা মোহসীন মন্টু