নতুন হুঁশিয়ারি সারজিস আলমের

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের রক্তস্নাত দিনগুলো ফিরে এসেছে স্মৃতিতে, কিন্তু ক্ষত এখনো দগদগে। সেই ক্ষত নিয়ে অন্তর্বর্তী সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ২৪ মে রাত, যখন শহীদ হাসানের জানাজার দিন ঘনিয়ে আসে, তখনই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন কিন্তু দৃঢ় বার্তা দেন তিনি।
সারজিস আলম লিখেছেন,
“৬ জুন ২০২৪—আমি প্রথম দাঁড়িয়েছিলাম শহীদ মিনারে, কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে।
৩ আগস্ট সেখান থেকেই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেন।
৫ আগস্ট রাজপথে নামে লাখো মানুষ, দল-মত-ধর্ম-বর্ণের পার্থক্য ভুলে।
আর তারপর? কারও চোখ গেল, কারও হাত, কারও জীবন!”
এই বর্ণনায় শুধু ক্ষোভই নয়, স্পষ্ট হয়ে ওঠে এক সংগ্রামী ইতিহাস। তিনি বলেন, “শাসনের পতন তখনও ঘটেনি, অথচ শহরজুড়ে শোকের ছায়া। শত শত তরুণের শরীরে বুলেট, গ্যাস আর লাঠির দাগ।”
২৪ মে ২০২৫, শহীদ হাসানের জানাজার দিন স্মরণ করে তিনি লেখেন:
“শহীদ মিনার, শহীদের কফিন, ছাত্র-জনতা—সব একাকার হয়ে যায়।এই দৃশ্য কেউ যেন ভুলে না যায়।
আমরা মনে করিয়ে দেব।
কিন্তু ছাড় দেওয়া হবে না—এই কথাটা মনে রাখবেন।”
পোস্টে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়েও প্রশ্ন তোলেন সারজিস। বিশেষ করে প্রধান উপদেষ্টার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক আসিফ নজরুলকে উদ্দেশ করে বলেন, “গণহত্যার কালপ্রিটদের বিচারের মুখোমুখি না করে আপনি উপদেষ্টার দায় এড়াতে পারেন না।”
এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে—নতুন সরকারকে তারা অতীতের দায় এড়িয়ে যেতে দেবে না। তারা চান, ইতিহাস ভুলে না যাক কেউ।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র গণঅভ্যুত্থানকে দেশজুড়ে অনেকে রাজনৈতিক ‘পয়েন্ট অব নো রিটার্ন’ হিসেবে বিবেচনা করেন। আন্দোলনের শুরু কোটার সংস্কার নিয়ে হলেও তা ছড়িয়ে পড়ে বৃহত্তর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে। এই আন্দোলনের ঢেউয়ে ভেঙে পড়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার।
এখন, অন্তর্বর্তী সরকারের সামনে দাঁড়িয়ে আছে বিচার আর জবাবদিহির কঠিন পরীক্ষার দেয়াল। সারজিস আলমের এই বার্তা যেন সেই দেয়ালে লেখা এক অদৃশ্য ঘোষণা—
“রক্তমাখা পায়ের ছাপ ধুয়ে ফেলা যাবে না, ইতিহাস সাক্ষী হয়ে আছে। এবার বিচার চাই—শুধু প্রতিশ্রুতি নয়।”
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ আগস্ট সরকারি ছুটি: কোন কোন প্রতিষ্ঠান থাকবে বন্ধ, দেখুন এক নজরে
- ৫ আগস্ট ছুটি, জানুন কোন কোন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকবে বন্ধ
- অনলাইনে নামজারি আবেদন: যা যা লাগবে ও কতদিনে হবে
- আগামীকাল ৫ আগস্ট সরকারি ছুটি: এক নজরে জানুন বন্ধ থাকবে যে সব প্রতিষ্ঠান
- ৫ আগস্ট সরকারি ছুটি: এক নজরে জেনে নিন বন্ধ থাকবে যে সব প্রতিষ্ঠান
- ভূমি আইন ২০২৪: খাজনা না দিলে জমি থাকবে না আপনার
- আগামীকাল ৫ আগস্ট থেকে টানা ৫ দিন ছুটি আপনি পাবেন যেভাবে
- ৫ আগস্ট সরকারি ছুটি: চাকরিজীবীদের জন্য সুখবর, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- বাংলাদেশ বনাম লাওস: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন সর্বশেষ ফলাফল
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ভর্তি নিয়ম ও ফল প্রকাশের তারিখ এক নজরে
- আজ বাংলাদেশ বনাম লাওস ম্যাচ: জানুন ম্যাচ শুরুর সময় ও পরিসংখ্যান
- ৫ আগস্ট সরকারি ছুটিসহ টানা ৫ দিনের ছুটি কিভাবে পাবেন
- বিনিয়োগকারীদের জন্য সুখবর: শেয়ারবাজারে আসছে ১৫ বড় প্রতিষ্ঠান
- শুরু বাংলাদেশ বনাম লাওস ম্যাচ: সহজে লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ ব্যাংকে বড় পরিবর্তন: ভেঙে ফেলা হলো ১৪ ব্যাংকের বোর্ড