চাকরি আইন সংশোধন’ বাতিলে অনড় সচিবালয় কর্মীরা, নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় এবার নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের ঢেউ এবার কেবল সচিবালয়ের চার দেওয়ালে আটকে থাকছে না—পৌঁছে যাচ্ছে নীতিনির্ধারণী উপদেষ্টাদের দোরগোড়ায়।
বৃহস্পতিবার (২৯ মে) সচিবালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতির পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই নতুন কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম।
তিনি জানান, “আমাদের দাবির প্রতি উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণের জন্য রোববার ও সোমবার আমরা পাঁচজন উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করব। রোববার খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সড়ক, সেতু ও রেলপথ উপদেষ্টা ড. ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপর সোমবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হাতে স্মারকলিপি তুলে দেব।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত সচিবালয়ে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি চলবে। এই কর্মসূচি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়সহ মাঠপর্যায়ের সব সরকারি অফিসেও পালনের আহ্বান জানানো হয়েছে।
কো-চেয়ারম্যান বাদিউল কবির আরও বলেন, “সরকারি চাকরিজীবীদের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়। আমরা সংবিধান মেনেই শান্তিপূর্ণ আন্দোলন করছি, তবে দাবি না মানা হলে ৩১ মে’র পর আরও কঠোর কর্মসূচি আসছে।”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন ২০১৮’ সংশোধন করে নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই সচিবালয়সহ দেশের বিভিন্ন দপ্তরে আন্দোলন শুরু হয়। আন্দোলনের মাঝেই সরকার রোববার সন্ধ্যায় ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ জারি করে।
এই অধ্যাদেশকে সরকারি চাকরিজীবীদের অধিকার ও চাকরির নিশ্চয়তার বিরুদ্ধে বলেই দেখছেন আন্দোলনরত কর্মচারীরা। তাই তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত থামবেন না—যত বাধাই আসুক, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবেই।
সচিবালয়ে প্রতিদিন ঘড়ির কাঁটা একটায় থেমে যাচ্ছে কলম। শান্ত কণ্ঠে উচ্চারিত হচ্ছে জোরালো বার্তা—“মর্যাদা ও নিরাপত্তা চাই, আইন সংশোধন মানি না।” সরকার কি এবার কর্মচারীদের এই বার্তা শুনবে? উত্তরের অপেক্ষায় দেশজুড়ে কর্মজীবী মহল।
আব্দুর রহিম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে নোয়াখালী বনাম রংপুর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ নোয়াখালী বনাম রংপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল কবে? নতুন তারিখ জানাল অধিদপ্তর
- hobart hurricanes vs adelaide strikers: প্রথম ওভার উইকেট পেলেন রিশাদ
- নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ ঘোষণা, বেতন বাড়ছে কত গুণ?
- কমলো সোনার দাম, ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম কত
- পে-স্কেল নিয়ে সরকারি চাকুরিজীবীদের যা জানালেন গভর্নর ড. মনসুর
- টি-২০ বিশ্বকাপ কি খেলবে বাংলাদেশ? বিসিসিআইয়ের জবাবে নতুন মোড়
- স্বর্ণের দাম: আজ বাংলাদেশে ১৮ ক্যারেট,২১ক্যারেট,২২ক্যারেট সোনা ও রুপার দাম
- Big Bash: শীর্ষ ৫ উইকেট শিকারী বোলারের তালিকা উল্টে পাল্টে দিল রিশাদ
- ক্ষমতার নতুন সমীকরণ: জাতীয় সরকার গঠন করছে বিএনপি ও জামায়াতে?
- বাংলাদেশ নিয়ে চূড়ান্ত ঘোষণা! এগিয়ে এল চীন-পাকিস্তান!
- Earthquake Today: ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়
- যে ৩টি পাপ করলে মানুষ দ্রুত মারা যায়
- Noakhali Express vs Rangpur Riders: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ