ঢাকা, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

অল্পের জন্য বেঁচে গেলেন বাপ্পী

বিনোদন ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুন ০২ ১৯:৩৩:২৭
অল্পের জন্য বেঁচে গেলেন বাপ্পী

নিজস্ব প্রতিবেদক: রাতের ঢাকা তখন ঘুম ঘুম, রাস্তা ফাঁকা। রবিবার (১ জুন) দিবাগত রাত ঠিক ১২টা। নারায়ণগঞ্জ থেকে কাজ সেরে রাজধানীর পথে ফিরছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ বাপ্পী চৌধুরী। হঠাৎ করেই সেই শান্ত যাত্রা রূপ নেয় দুঃস্বপ্নে—যাত্রাবাড়ী ফ্লাইওভারে ঘটে যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

চলন্ত গাড়ি, স্বাভাবিক গতি, আরেকটি শান্ত যাত্রার মুহূর্ত। কিন্তু আচমকাই পেছন থেকে ছুটে আসে এক বেপরোয়া ট্রাক। প্রচণ্ড গতিতে ধাক্কা মারে বাপ্পীর গাড়িতে। মুহূর্তেই ছিটকে যায় নিয়ন্ত্রণ। গাড়িটি উলটে যাওয়ার উপক্রম হলেও অদৃশ্য এক সুরক্ষা যেন তাঁকে আঁকড়ে ধরে রাখে। সামান্য ব্যবধানে রক্ষা পান বড় ধরনের বিপদ থেকে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই জনপ্রিয় অভিনেতা।

ঘটনার পর চোখে-মুখে ভয় আর কণ্ঠে কাঁপুনি নিয়ে বাপ্পী বলেন, “সবকিছু এত দ্রুত ঘটেছে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। গাড়ি যখন ফ্লাইওভারে ছিল, মনে হচ্ছিল সব ঠিক আছে। কিন্তু ট্রাকটি যে গতিতে এসে ধাক্কা মারে, আমরা প্রায় উলটে যাচ্ছিলাম। ভাগ্যিস আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। এখনো মনে হচ্ছে আমি ট্রমার মধ্যে আছি।”

দুর্ঘটনার পরপরই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে জব্দ করে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলাও দায়ের হয়েছে।

এই ভয়াবহ রাতের আতঙ্কের মাঝেও বেঁচে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাপ্পীর পরিবার, সহকর্মী ও অগণিত ভক্ত।

এদিকে বাপ্পী চৌধুরীর অভিনীত নতুন সিনেমা ‘কুস্তিগীর’ মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে এটি প্রেক্ষাগৃহে নয়, প্রচারিত হবে টেলিভিশনে। আসন্ন কোরবানির ঈদের দ্বিতীয় দিন একটি বেসরকারি চ্যানেলে দেখা যাবে ছবিটি।

দুর্ঘটনার রেশ কাটিয়ে সামনে হয়তো আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন বাপ্পী। কিন্তু যাত্রাবাড়ীর সেই রাত—সে তো রয়ে যাবে স্মৃতির পাতায়, ভয়াবহ এক অভিজ্ঞতা হয়ে।

আল-আমিন ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ