ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ফাফ ডু প্লেসির ডাবল সেঞ্চুরি রেকর্ডে কাঁপছে ক্রিকেট বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০১ ১৭:৫৪:১১
ফাফ ডু প্লেসির ডাবল সেঞ্চুরি রেকর্ডে কাঁপছে ক্রিকেট বিশ্ব

টানা দুই সেঞ্চুরিতে গড়লেন বয়সভিত্তিক ও নেতৃত্বের ইতিহাস, টি-টোয়েন্টির পাতায় নতুন চমক

নিজস্ব প্রতিবেদক: বয়স ৪০ পার করে ফেলেছেন অনেক আগেই। কেউ ভেবেছিল তিনি বুঝি বিদায় নিতে বসেছেন। কিন্তু বাস্তবে তিনি যেন সময়ের বিরুদ্ধে এক জীবন্ত বিদ্রোহ! কথা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে ঘিরে। মাত্র ৯ দিনের ব্যবধানে টানা দুই সেঞ্চুরি করে টি-টোয়েন্টি ইতিহাসে একের পর এক বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। আর তার এই 'ডাবল সেঞ্চুরি কীর্তিতে' কাঁপছে গোটা ক্রিকেটবিশ্ব।

বুড়ো বয়সে তরুণের তেজ

যেখানে অনেক তারকা ক্রিকেটার ৩৫ পেরোতেই অবসরের কথায় ব্যস্ত, সেখানে ফাফ ডু প্লেসি যেন ক্রিকেটীয় নবযৌবনে রয়েছেন। ৪০ বছর ৩৫১ দিন বয়সেও তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে করছেন এমন পারফরম্যান্স, যা অনেক তরুণ ব্যাটারের কাছেও অনুকরণীয় হয়ে উঠছে।

মেজর লিগ ক্রিকেট (MLC)-এর চলতি আসরে টেক্সাস সুপার কিংসের অধিনায়ক হিসেবে একাই সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। আর পারফরম্যান্সে যেন নিজের অতীতকেও ছাড়িয়ে যাচ্ছেন।

সেঞ্চুরি ১: সান ফ্রান্সিসকোর বিপক্ষে ঝড়

২০২৪ সালের ২০ জুন। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে ব্যাট হাতে নামে টেক্সাস সুপার কিংস। সেই ম্যাচে ৪০ বছর ৩৪২ দিন বয়সে ১০০ রানের সেঞ্চুরি করেন ডু প্লেসি। মাঠজুড়ে ছড়ান চারের বৃষ্টি, ছক্কার তাণ্ডব।

একটা সেঞ্চুরি করেই থেমে থাকেননি এই ব্যাটিং যোদ্ধা।

সেঞ্চুরি ২: এমআই নিউইয়র্কের বিপক্ষে আরও বড় বিস্ফোরণ

ঠিক ৯ দিন পর, ২৯ জুন। এবার প্রতিপক্ষ এমআই নিউইয়র্ক। ব্যাট হাতে আরও ভয়ংকর রূপে হাজির ডু প্লেসি। মাত্র ৫৩ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ৫টি চার ও ৯টি ছক্কা—প্রতিপক্ষ বোলারদের যেন তছনছ করে দেন পুরোপুরি।

এই ইনিংসের কল্যাণে তার দল টেক্সাস সুপার কিংস তোলে ৪ উইকেটে ২২৩ রান। জবাবে প্রতিপক্ষ থামে ১৮৪ রানে—ফলে ৩৯ রানে জয় নিশ্চিত হয় ডু প্লেসিদের।

এক ম্যাচ নয়, ইতিহাসের পাতায় দুই পা একসঙ্গে

এই টানা দুই সেঞ্চুরি নিয়ে ফাফ ডু প্লেসি যে কেবল নজর কাড়লেন তা নয়, তিনি ভেঙে ফেললেন একাধিক রেকর্ডও।

৪০ বছর পেরিয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি

তার আগে কেউ এই বয়সে একটির বেশি সেঞ্চুরি করতে পারেননি। এখন তিনিই একমাত্র ব্যাটার, যিনি ৪০ বছর বয়সে দাঁড়িয়ে করেছেন দুইটি সেঞ্চুরি।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি (৮টি)

এই রেকর্ডেও তিনি ছাড়িয়ে গেছেন পাকিস্তানের বাবর আজম ও অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিঙ্গারকে (৭টি করে)।

এমএলসিতে প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি সেঞ্চুরি

এই লিগে তিনটি সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার এখন ফাফ ডু প্লেসি।

টি-টোয়েন্টিতে নবম সেঞ্চুরি এবং বয়সভিত্তিক মাইলফলক

সবমিলিয়ে ফাফের টি-টোয়েন্টি সেঞ্চুরি সংখ্যা এখন ৯টি। বয়সভিত্তিক বিচারে তিনিই এখন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বয়সী ব্যাটার, যিনি এই ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। তার ওপরে রয়েছেন শুধু:

পল কলিংউড – ৪১ বছর ৬৫ দিন

গ্রায়েম হিক – ৪১ বছর ৩৭ দিন

অথচ ফাফের বর্তমান বয়স ৪০ বছর ৩৫১ দিন!

এক ফাফ, অনেক ইতিহাস

একজন ক্রিকেটার কতটা অভিজ্ঞ হলে, কতটা নিবেদিত হলে—৪০ বছর বয়সে এসেও ব্যাট হাতে এমন বিধ্বংসী হয়ে উঠতে পারে? ফাফ ডু প্লেসি সেটাই দেখিয়ে চলেছেন মাঠে।

তার এই "ডাবল সেঞ্চুরি রেকর্ড" শুধু সংখ্যার খেলা নয়, এটি একজন অভিজ্ঞ ব্যাটারের পেশাদারিত্ব, ফিটনেস ও মানসিক দৃঢ়তার প্রতীক।

যেখানে বয়স থেমে যায়, সেখান থেকেই যেন ফাফ ডু প্লেসি শুরু করেন। আর সেটাই তাকে ‘জীবন্ত কিংবদন্তি’ করে তুলেছে।

জাকারিয়া ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ