ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পরীক্ষার হলে নাটকীয় কাণ্ড, উত্তরপত্র নিয়ে পালাল পরীক্ষার্থী!

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০১ ২৩:১৫:০৩
পরীক্ষার হলে নাটকীয় কাণ্ড, উত্তরপত্র নিয়ে পালাল পরীক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক: ইংরেজি পরীক্ষার খাতা জমা না দিয়েই পরীক্ষা কেন্দ্র থেকে পালিয়ে গেল এক এইচএসসি পরীক্ষার্থী! পিরোজপুরের ইন্দুরকানীতে ঘটে যাওয়া এই ঘটনা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। পরে প্রায় ১০ কিলোমিটার দূরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় সেই উত্তরপত্র। এ ঘটনায় বহিষ্কার করা হয়েছে পরীক্ষার্থীকে, দায়িত্বে গাফিলতির অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে দুই কক্ষ পরিদর্শককে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ জুলাই) সকালে, উপজেলার এফ করিম আলিম মাদ্রাসা কেন্দ্রে। সেদিন ছিল এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্র। কেন্দ্রের ৫ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেয়া ফারদিন খলিফা (১৮) নামের এক পরীক্ষার্থী পরীক্ষার শেষে খাতা জমা না দিয়ে অগোচরে সেটি সঙ্গে নিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যায়।

কিছুক্ষণ পর খাতা গুনে দেখা যায়, একটি খাতা কম। সঙ্গে সঙ্গে শুরু হয় খোঁজাখুঁজি। কক্ষ পরিদর্শক চঞ্চল কুমার হালদার জানান, “আমরা ধারণাও করিনি কেউ খাতা নিয়ে পালিয়ে যেতে পারে। খাতা গণনার সময় বিষয়টি ধরা পড়ে।”

কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি বোর্ডকে জানানো হয়। বোর্ডের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে ফারদিনের বাড়ি—পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে গিয়ে তার ফাইল থেকে উত্তরপত্রটি উদ্ধার করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, “খবর পাওয়ার পর আমরা বোর্ড চেয়ারম্যানকে অবহিত করি। তাদের নির্দেশনা অনুযায়ী ওই পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কক্ষে দায়িত্বে থাকা দুইজন কক্ষ পরিদর্শককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “ঘটনার পর আমরা দ্রুত অভিযান চালিয়ে ফারদিন খলিফার বাসা থেকে খাতা উদ্ধার করি। পরবর্তীতে বোর্ড তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।”

এ ঘটনায় স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার মতো পবিত্র অঙ্গনে এমন অনৈতিক কর্মকাণ্ড হতাশাজনক। একইসঙ্গে প্রশ্ন উঠেছে কেন্দ্রের নজরদারি নিয়েও। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পরীক্ষার সময় পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করা জরুরি।

ঘটনাটি শুধুই উত্তরপত্র চুরির নয়, বরং নৈতিকতা, দায়িত্বশীলতা ও শিক্ষার পরিবেশ নিয়ে বড় এক প্রশ্ন তুলে দিল সকলের সামনে।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ