ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

শেষ হলো বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ, জেনে নিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ০১ ১৯:০৭:৪৪
শেষ হলো বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ, জেনে নিন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট সিরিজে দাপুটে পারফরম্যান্সে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বল হাতে আগুন ঝরিয়ে স্বাগতিকদের মাত্র ৮৯ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে মাত্র ১৫.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগার যুবারা।

প্রথমে বোলিংয়ে বাংলাদেশ, বিধ্বস্ত জিম্বাবুয়ে

হারারের মাঠে টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু শুরুতেই বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি তারা। মাত্র ২২.৩ ওভারেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

ইকবাল হোসাইন ইমন ছিলেন বোলিং আক্রমণের নেতৃত্বে। মাত্র ২৭ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট।সঞ্জিদ মোজুমদার নেন ২টি উইকেট,

আর শাধিন ইসলাম, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি এবং রিজান হোসেন শিকার করেন ১টি করে উইকেট।

জিম্বাবুয়ের হয়ে নাথানিয়েল হ্লাবাঙ্গানা করেন সর্বোচ্চ ২৬ রান। এছাড়া ব্র্যান্ডন নডিউয়েনি ২০ এবং অধিনায়ক সিমবারাশে মুজেনজারারে করেন ১১ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ব্যাটিংয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

মাত্র ৯০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রিফাত বেগকে হারায় বাংলাদেশ। কিন্তু এরপর কোনো বিপদে পড়তে হয়নি।

অধিনায়ক আজিজুল হাকিম ৪৭ রান করে অপরাজিত থাকেন, মাত্র ৪৯ বলে ৬টি চার ও ১টি ছক্কায় খেলা ইনিংসে দারুণ আত্মবিশ্বাসের ছাপ রাখেন।

কালাম সিদ্দিকি করেন ২০ রান এবং

রিজান হোসেন অপরাজিত থাকেন ২১ রানে।

বাংলাদেশ ১৫.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

ম্যাচ: ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজ, ৬ষ্ঠ ম্যাচ

স্থান: হারারে, জিম্বাবুয়ে

ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জয়ী ৮ উইকেটে

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯: ৮৯ অলআউট (২২.৩ ওভার)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৯১/২ (১৫.১ ওভার)

সেরা পারফরমার: ইকবাল হোসাইন ইমন – ৬.৩ ওভারে ২৭ রানে ৪ উইকেট

এই জয়ে ত্রিদেশীয় সিরিজে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। বোলিং ও ব্যাটিং—দুই বিভাগেই ছেলেরা দুর্দান্ত ছন্দে রয়েছে।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ