ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

দুঃসংবাদ পেল ৩২ হাজার শিক্ষক

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ০৮ ১২:২২:১৪
দুঃসংবাদ পেল ৩২ হাজার শিক্ষক

কক্সবাজার (কুতুবদিয়া): প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় প্রধান শিক্ষক পদের তীব্র ঘাটতি এবং সহকারী শিক্ষকদের পদোন্নতির জট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। দেশে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকলেও, একটি মামলার কারণে সমসংখ্যক সহকারী শিক্ষকের পদোন্নতি প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে।

মামলার জেরে আটকে থাকা এই গুরুত্বপূর্ণ পদোন্নতির বিষয়ে হতাশা ব্যক্ত করে অধ্যাপক পোদ্দার দ্রুত আইনি জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশ্বাস দেন, মামলাটি নিষ্পত্তি হলে একসঙ্গে অনেক সমস্যার সমাধান হবে এবং এই লক্ষ্য অর্জনে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই সংকটময় পরিস্থিতি ব্যাখ্যা করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

মামলাজনিত অচলাবস্থা: ৩২ হাজার শিক্ষক প্রধান শিক্ষক হতে পারছেন না

উপদেষ্টা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, "সারা দেশে ৩২ হাজার স্কুলের প্রধান শিক্ষক নেই। অথচ একটি মামলার কারণে ৩২ হাজার সহকারী শিক্ষককে আমরা পদোন্নতি দিতে পারছি না।" এর ফলে একদিকে যেমন প্রশাসনিক ঘাটতি তৈরি হচ্ছে, তেমনই পদোন্নতিপ্রত্যাশী সহকারী শিক্ষকরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি জোর দিয়ে বলেন, "মামলাটি নিষ্পত্তি করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। নিষ্পত্তি করতে পারলে অনেকগুলো সমস্যার সমাধান হবে।"

প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক স্বল্পতা নিরসনে নতুন নিয়োগের ঘোষণা

৩২ হাজার শিক্ষকের পদোন্নতি জটের খবরের পাশাপাশি, উপদেষ্টা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়ার বিদ্যালয়গুলোতে বিদ্যমান শিক্ষক সংকট দূরীকরণে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

কুতুবদিয়ার বিভিন্ন স্কুল পরিদর্শনকালে শিক্ষক স্বল্পতা তাঁর নজরে এসেছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, নতুন করে শিক্ষক নিয়োগের মাধ্যমে কুতুবদিয়াসহ দেশের বিভিন্ন দুর্গম অঞ্চলের বিদ্যালয়গুলোর শিক্ষকসংকট দূর করা হবে।

পরিদর্শনের বিস্তারিত: কুতুবদিয়ায় উপদেষ্টার ব্যস্ত দিন

কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের আগে অধ্যাপক পোদ্দার উপজেলার উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অবকাঠামো ও অফিসকক্ষ ঘুরে দেখেন। শিক্ষার পরিবেশ খতিয়ে দেখার পাশাপাশি তিনি কুতুবদিয়ার ঐতিহ্যবাহী বাতিঘর এবং সৈকতের সৌন্দর্যও উপভোগ করেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সহধর্মিণী রমা সাহা, ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজাসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে আরও ছিলেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাকিব উল হাসান, কুতুবদিয়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ মিয়া।

আল-মামুন/

ট্যাগ: শিক্ষক নিয়োগ ৩২ হাজার শিক্ষক পদোন্নতি সহকারী শিক্ষক পদোন্নতি প্রধান শিক্ষক শূন্য পদ শিক্ষক সংকট শিক্ষক পদোন্নতির মামলা প্রাথমিক শিক্ষক পদোন্নতির জট 32000 teacher promotion Assistant teacher promotion Headmaster vacant post Teacher recruitment Teacher shortage Teacher promotion lawsuit Primary teacher promotion complexity বিধান রঞ্জন রায় পোদ্দার অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার গণশিক্ষা উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মোহাম্মদ শাহীন মিয়া ক্যথোয়াইপ্রু মারমা Bidhhan Ranjan Roy Poddar Professor Bidhhan Ranjan Roy Poddar Primary education advisor Primary and Mass Education Advisor Mohammad Shahin Mia Kyathwaipru Marma কুতুবদিয়া শিক্ষক সংকট কক্সবাজার প্রাথমিক শিক্ষা কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক নিয়োগ উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় Kutubdia teacher shortage Coxs Bazar primary education Koyarbil Govt Primary School Remote area teacher recruitment Uttar Lemshikhali Govt Primary School ৩২ হাজার শিক্ষকের পদোন্নতি কেন হচ্ছে না শিক্ষক পদোন্নতির মামলার নিষ্পত্তি কবে হবে প্রাথমিক শিক্ষা উপদেষ্টা কি বললেন কুতুবদিয়ার স্কুলে শিক্ষক সংকট দূর হবে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে সংকট নিরসন Why 32000 teachers promotion is pending When will the teacher promotion case be settled What did the Primary Education Advisor say Kutubdia school teacher shortage solution Assistant teacher to headmaster promotion update Teacher recruitment to solve shortage প্রাথমিক শিক্ষক পদোন্নতি ৩২ হাজার সহকারী শিক্ষক গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন শিক্ষক সংকট কুতুবদিয়া প্রধান শিক্ষক নেই মামলা নিষ্পত্তি আশ্বাস Teacher promotion news Bidhhan Poddar news 32000 teacher promotion case Primary school headmaster vacancy Kutubdia teacher recruitment প্রাথমিক শিক্ষা খবর

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ